ফরাসি শিশু-কিশোরদের প্রায় অর্ধেক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে মোবাইল ফোন ব্যবহার করে থাকে। এদের অধিকাংশ বলেছে, ফোনকলের জবাব দেওয়ার জন্য তাদের ক্লাসে মোবাইল ফোনে কথা বলতে হয়। এ সময় তারা সাধারণত খুব জরুরি না হলে কাউকে ফোন করে না। এক জরিপের ফলাফলে এ কথা বলা হয়েছে। টিএনএস সফরেস নামে একটি সংস্থা পরিচালিত জরিপের ফল গতকাল মঙ্গলবার পত্রিকায় প্রকাশ করা হয়।
সংস্থাটি ১২ থেকে ১৭ বছর বয়সী শিশু-কিশোরদের ওপর এই জরিপ চালায়। জরিপে দেখা গেছে, ৭৩ শতাংশ শিশু-কিশোরের নিজস্ব মোবাইল ফোন আছে। তবে ১৬-১৭ বছর বয়সী কিশোরদের ৯৫ শতাংশ মোবাইল ফোনের মালিক। জরিপে অংশগ্রহণকারী শিশু-কিশোরদের এক-পঞ্চমাংশ বলেছে, ক্লাসে ফোনে কথা বলার অপরাধে স্কুল কর্তৃপক্ষ তাদের মোবাইল ফোন জব্দ করেছে। ৭ শতাংশ শিক্ষার্থী বলেছে, তারা গোপনে মোবাইল ফোনে তাদের শিক্ষকদের ছবি তুলেছে ও ভিডিও করেছে। ফ্রান্সে স্কুলে মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ নয়। তার পরও এভাবে শিক্ষার্থীদের মোবাইল ফোন জব্দ করা কতখানি যুক্তিসংগত, তা নিয়ে প্রশ্ন তুলেছে ফ্রান্সের গণমাধ্যমগুলো। টিএনএস সফরেস গত ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর ফ্রান্সের ৫০০ স্কুলের শিক্ষার্থীদের ওপর এই জরিপ চালায়।
সৌজন্যে : দৈনিক প্রথম আলো