অ্যাডোবি সিস্টেমস ইনকরপোরেটেড গতকাল অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ারের সর্বশেষ সংস্করণ ১০.১ অবমুক্ত করেছে। সম্প্রতি বিশ্বের শীর্ষ ৫০টি প্রতিষ্ঠান একসঙ্গে মিলে চালু করে ওপেন স্ক্রিন প্রকল্প, যার আওতায় বিভিন্ন ধরনের কার্যক্রম একসঙ্গে পরিচালনা করা হবে। অ্যাডোবির নতুন এ সংস্করণটি ওই প্রকল্পের আওতায় প্রকাশিত প্রথম প্রকল্প। ফ্ল্যাশ প্লেয়ারের এ সংস্করণে স্বচ্ছন্দে ওয়েব ব্যবহারের (ব্রাউজিং) করা, ফ্ল্যাশভিত্তিক গেমস, ওয়েবসাইট, উচ্চপ্রযুক্তির ভিডিও চালানো যাবে খুব সহজে। নতুন এ সংস্করণটি যেকোনো স্মার্টফোন, স্মার্টবুক, নেটবুকস, কম্পিউটার, যেকোনো ইন্টারনেট সংযুক্ত ডিভাইসে ব্যবহার করা যাবে। বর্তমানে একটি বেটা সংস্করণ উইন্ডোজ মুঠোফোনসহ আরও বেশ কিছু মুঠোফোন সংস্করণে চলবে। পাশাপাশি চলতি বছরের মধ্যে উইন্ডোজ, ম্যাকিনটোস, লিনাক্স অপারেটিং সিস্টেমের চালিত কম্পিউটারের জন্য এ সংস্করণ পাওয়া যাবে। তবে গুগলের তৈরি মুঠোফোনের মুক্ত অপারেটিং সিস্টেম অ্যান্ড্রোয়েড এবং জনপ্রিয় সিমবিয়ান অপারেটিং সিস্টেমের মুঠোফোন ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন আগামী বছর।

অ্যাডোবির প্লাটফর্ম ব্যবসায় ইউনিটের মহাব্যবস্থাপক ডেভিড ওয়াদওয়ানী বলেন, ‘নতুন এ সংস্করণ ব্যবহারের মাধ্যমে ফ্ল্যাশ প্রযুক্তিভিত্তিক মুঠোফোন এবং ওয়েবসাইটে ব্যবহারকারী পাবেন নতুন এক অভিজ্ঞতা।’ তিনি আরও জানান, অচিরেই বিশ্বের সেরা ২০টি মুঠোফোনের জন্য সংস্করণটি অবমুক্ত করা হবে। আগামী বছরের মধ্যে বিশ্বের অন্যতম মুঠোফোন তৈরি প্রতিষ্ঠান নকিয়াতেও নতুন এ সংস্করণটি যুক্ত হবে।


সৌজন্যে : দৈনিক প্রথম আলো