অ্যাপলের জনপ্রিয় স্পর্শকাতর মোবাইল ফোন আইফোনের নতুন মডেল উন্মুুক্ত হয়েছে। সম্প্রতি অ্যাপলের প্রধান নির্বাহী স্টিভ জবস আইফোন-৪ নামের নতুন ডিজাইনের মোবাইল ফোনটি বাজারে আসার ঘোষণা দেন। নতুন ডিজাইনের এ আইফোনে রয়েছে স্টেইনলেস স্টিলের বাক্স, সামনে ও পেছনে দুটি ক্যামেরা আর ডিসপ্লে পর্দা আগের চেয়ে প্রায় শতকরা ২৪ ভাগ পাতলা। নতুন এ ফোনটি আইফোনের আগের ডিজাইনের চেয়ে অনেক এগিয়ে আছে। তবে গবেষকদের মতে, আইফোনের জনপ্রিয়তা কিছুটা কমছে; যার অন্যতম কারণ হচ্ছে, আইফোনের প্রোগ্রাম উন্নয়নের ক্ষেত্রে অ্যাপলের কঠিন নিয়ন্ত্রণ-পদ্ধতি।


সম্প্রতি অ্যাপল সানফ্রান্সিসকোতে অনুষ্ঠিত বিশ্ব ডেভেলপারস সম্মেলনে এ নিয়ন্ত্রণের কথা জানায়। চলতি মাসের ২৪ তারিখে আইফোনের নতুন এ ডিজাইন পাওয়া যাবে। যুক্তরাষ্ট্রে ৩২ গিগাবাইটের মডেলের দাম হবে ২৯৯ ডলার এবং ১৬ গিগাবাইটের মডেলের দাম ১৯৯ ডলার হবে বলে জানা গেছে। নতুন মডেলের আইফোনে যুক্ত হয়েছে নানা ধরনের নতুন বৈশিষ্ট্য। স্টিভ জবস বলেন, নতুন এ আইফোনটি সারা বিশ্বের ব্যবহারকারীদের জন্য নানা সুবিধা নিয়ে এসেছে। এ ছাড়া এই সংস্করণে আইফোনের আইওএস নামের অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, যুক্ত হয়েছে সার্চ ইঞ্জিন বিং, গুগল আর ইয়াহু ব্যবহারের সুযোগ। গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বব্যাপী স্মার্টফোনের বাজারে ব্ল্যাকবেরি ও সিমবিয়ানের পাশাপাশি শতকরা ১৫ ভাগ বাজার আইফোনের দখলে। এ ছাড়া গুগলের মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রোয়েডের শতকরা ১০ ভাগ এবং উইন্ডোজ মোবাইলের শতকরা সাত ভাগ বাজার রয়েছে।

সৌজন্যে : দৈনিক প্রথম আলো