ইন্টারনেটে তথ্য কোঁজার জনপ্রিয় ওয়েবসাইট গুগলের মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রোয়েড এবং সদ্য বাজারে আসা অ্যাপলের আইফোন অপারেটিং সিস্টেমের (আইওএস) মধ্যে কোনটি সেরা হবে, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। পরবর্তী প্রজন্মের আইফোন, আইপড টাচ এবং আইপ্যাডের জন্য বিশেষভাবে তৈরি আইওএস ৪ নানা ধরনের সুবিধাসংবলিত। অন্যদিকে অ্যান্ড্রোয়েডের সর্বশেষ সংস্করণ ২.২তেও যুক্ত হয়েছে নতুন নতুন সুবিধা। এখন চলতি বাজারে সুবিধা এবং বৈশিষ্ট্যের দিক দিয়ে কোনটি সেরা, তাই নিয়ে চলছে আলোচনা।

গবেষণা প্রতিষ্ঠান ইয়ানকি গ্রুপের পরিচালক কার্ল হাওয়ে বলেন, অ্যান্ড্রোয়েড ২.২ আর আইওএস ৪ একই কাজ করলেও বৈশিষ্ট্যের দিক দিয়ে এদের রয়েছে ভিন্নতা। দুটো অপারেটিং সিস্টেমের মধ্যেই রয়েছে মুক্ত সফটওয়্যারের নানা সুবিধা, মাল্টিটাস্কিং ও ফোল্ডার সুবিধা। তবে ভিন্নতাও কম নয় দুটির মধ্যে। অ্যান্ড্রোয়েড সিস্টেম এইচটিএমএল৫ সুবিধা সমর্থন করলেও আইওএস তা করে না। তবে আইওএস ৪-এ রয়েছে ফেইসটাইম বৈশিষ্ট্যের মাধ্যমে ভিডিও চ্যাটের সুবিধা, যা অ্যান্ড্রোয়েডে নেই। স্মার্টফোনের বাজারে সবচেয়ে এগিয়ে আছে ব্ল্যাকবেরি, যার বাজার অংশীদারিত্ব ৩৫ শতাংশ। এরপরই রয়েছে আইফোন ২৮ এবং অ্যান্ড্রোয়েড সমর্থিত স্মার্টফোন নয় শতাংশ। আইফোন বিশ্বব্যাপী চলতি বছরে প্রায় চার কোটি এবং আগামী বছর পাঁচ কোটি বিক্রির লক্ষ্য নিয়েছে, যেখানে অ্যান্ড্রোয়েড চালিত ফোন চলতি বছরে এক কোটি ৩৮ লাখ এবং আগামী বছর দুই কোটি ৫০ লাখ বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।


সৌজন্যে : দৈনিক প্রথম আলো