ভারতের প্রায় ৬১ কোটি মোবাইল গ্রাহকের দীর্ঘ দিনের দাবির মুখে চালু হচ্ছে ইউনিক মোবাইল নম্বর ব্যবহারের সুবিধা। ভারতের টেলিকম নিয়ন্ত্রক সংস্থা টেলিকম রেগুলেটরি অথরিটি বা ট্রাইয়ের চেয়ারম্যান জে এস শর্মা এ ঘোষণা দিয়েছেন। ইউনিক মোবাইল নম্বর ব্যবহারের সুযোগ চালু হলে যেকোনো মোবাইল অপারেটরের গ্রাহক তাঁর মোবাইল নম্বর এক রেখে অন্য অপারেটরের গ্রাহক হতে পারবেন। গ্রাহক যদি মনে করেন, তিনি ওই নম্বরটি সারা জীবন ব্যবহার করবেন অর্থাৎ ইউনিক নম্বর রাখবেন সেটাও করা যাবে। নম্বর অপরিবর্তিত রেখে অন্য অপারেটরের গ্রাহক হওয়ার এ সুযোগ ভারতে চালু হবে সেপ্টেম্বর মাসে।

বর্তমানে ভারতে ১১টি মোবাইল ফোন অপারেটর রয়েছে। দেশটির মোট জনসংখ্যার ৪৫ শতাংশ মানুষ এখন মোবাইল ফোন ব্যবহার করছে।

সৌজন্যে : দৈনিক কালের কণ্ঠ