পূর্বপুরুষের ঋণ সবাইকে শোধ করতে হবে। কেউই এর দায়ভার এড়িয়ে যেতে পারবে না। একটা সময় কাউকে না কাউকে তার পূর্বপুরুষের ফেলে যাওয়া কাজ শেষ করতে হবে। আর সে ব্যাপারটি আরও বেশি প্রতীয়মান হয়ে উঠেছে কম্পিউটার গেমস ‘এসাসিন ক্রিড’-এ। বর্তমান সময় থেকে গেমারকে ফিরে যেতে হবে ১১৯১ সালের তৃতীয় ক্রুসেডের সময়, যেখানে পবিত্র ভুমি রক্ষার জন্য বেশ কিছু মিশনও দেওয়া হবে গেমারকে। আর এসব মিশন শেষ করার জন্য এক শহর থেকে আরেক শহরে ঘোড়া নিয়ে ছুটতে হবে। আর শেষ করতে হবে নির্ধারিত শত্রুকে। একা মিশন শেষ করলে পাওয়া যাবে পরবর্তী মিশনের দায়িত্ব। গেমসে গেমারকে সাবধানে চলাফেরা করতে হবে। কারণ, কোনোভাবে যদি শত্রুপক্ষের সেনারা টের পায়, তাহলে আর রক্ষা নেই। ফলে চলাফেরার সময় রাস্তা থেকে শুরু করে বাড়ির ছাদ−সবকিছু ব্যবহার করা যাবে। সেই সঙ্গে বুঝতে হবে আশপাশের মানুষের চরিত্র আর কাজের ধরন। সব মিলিয়ে মুগ্ধ করার মতো একটি গেমস এসাসিন ক্রিড। গেমের শব্দশৈলী আর গ্রাফিকস এতটাই বাস্তবসম্মত যে ভিড়ের মধ্য দিয়ে হাঁটাহাঁটি করার সময় শোনা যাবে হকার, ভিক্ষুকদের ডাকের শব্দ, সাধারণ মানুষের কথাবার্তা, আবার নির্জন এলাকায় বা ছাদে বাতাস বয়ে যাওয়ার শব্দ। একইভাবে রয়েছে চমৎকার গ্রাফিকসের কাজ।

যা যা প্রয়োজন
অপারেটিং সিস্টেম: উইন্ডোজ ২০০০, এক্সপি
প্রসেসর: এক গিগাহার্জ
ভিডিও কার্ড: থ্রিডি গ্রাফিকস এক্সিলারেটর
সিডিরম ড্রাইভ: আট এক্স
র‌্যাম: ৫১২ মেগাবাইট র‌্যাম
ভিডিও মেমোরি: ১৬ মেগাবাইট ভি-র‌্যাম
ডাইরেক্ট এক্স: ৯.০হার্ডডিস্ক ড্রাইভ: পাঁচ হাজার মেগাবাইট খালি জায়গা