ইউএমপিসি (UMPC) শব্দটি হলো আল্ট্রা মোবাইল পিসির সংক্ষিপ্ত রূপ। চলাচল করার সময় যেন ইন্টারনেটের বিভিন্ন রকম সুবিধা যেমন−ব্রাউজিং, ফাইল ডাউনলোড করার মতো কাজগুলো সহজলভ্য করার উদ্দেশ্যে এটির আবিষ্ককার। আকারে ছোট, দীর্ঘস্থায়ী ব্যাটারি, নানা রকম তারবিহীন যোগাযোগ ব্যবস্থায় যুক্ত হওয়ার সুবিধা বিদ্যমান এটিতে। সাধারণত ইউএমপিসিগুলোতে প্রসেসর, স্পর্শ ক্রিয়াশীল লিকুউড ক্রিস্টাল ডিসপ্লে, ইথারনেট, তারবিহীন ল্যান, ব্লু টুথ ইত্যাদি থাকে। এ ছাড়া নির্মাতা প্রতিষ্ঠান ও মডেল ভেদে আরও যুক্ত থাকে ডিজিটাল ক্যামেরা, জিপিএস, স্টাইলাস (সরু কাঠি), এসডি কার্ড রিডার, ভাঁজ করা যায় এ রকম ইউএসবি কিবোর্ড। ইউএমপিসিগুলোতে চালক সফটওয়্যার হিসেবে ব্যবহার করা হয় উইন্ডোজ এক্সপি ট্যাবলেট পিসি সংস্করণ।