ফটোশপ সি-এস এর ফাইল মেন্যুস্থ অটোমেট-এর ওয়েব ফটো গ্যালারী অপশন ব্যবহার করে এইচটিএমএল ফরমেটে ওয়েব ফটো গ্যালারী তৈরির জন্য :

১. ফাইল মেন্যুতে ক্লিক করে অটোমেট এ ক্লিক করে ওয়েব ফটো গ্যালারীঃএ ক্লিক করুন।

২. স্টাইল এর পাশের ড্রপ ডাউনে ক্লিক করে স্টাইল নির্ধারণ করুন।

৩. সোর্স ইমেজ ও ইউজ এর নীচে ব্রাউজ বাটনে ক্লিক করে সোর্স ইমেজ নির্দিষ্ট করে ওকে করুন।

৪. ডেস্টিনেশন বাটনে ক্লিক করে কোথায় সেভ করবেন তা নির্দিষ্ট করে ওকে করুন।

৫. অন্যান্য অপশন নির্দিষ্ট করে ওকে করুন। এবার ফটো গ্যালারী তৈরি হবে।

৬. গ্যালারীর বাম পাশে ছবির থাম্বনেইলে (ছোট করে ছবির আইকনে) ক্লিক করলে ডান পাশে বড় করে প্রদর্শিত হবে।