কাজের ব্যস্ততার মধ্যে সবারই উচিত পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটানো। পরিবারের সবাইকে নিয়ে বাসায় বসেই খেলতে পারেন মজার মজার কম্পিউটার গেমস। পরিবারের সবাইকে নিয়ে খেলার মতো এ রকম কিছু কম্পিউটার গেমস আছে। বিলিয়ার্ড, বোলিংয়ের মতো জনপ্রিয় খেলাগুলোর প্রচলন এখন ভালোই দেখা যাচ্ছে আমাদের দেশে। আজকাল সবাই নতুন কিছু খোঁজে। কারণ, পুরোনো সবকিছুতেই একসময় একঘেয়েমি এসে যায়। নতুনত্বের স্বাদ নেওয়ার জন্য কম্পিউটার গেমস নির্মাতা প্রতিষ্ঠান ইডিজিকন বাজারে এনেছে বোলিংয়ের নতুন গেমস আর্কেড বোলিং। বাসায় বসে স্বাদ পরিবর্তনের জন্য এই বোলিং খেলা যেতে পারে।খেলার নিয়মকানুন খুবই সোজা। প্রথমে গেমারকে যেকোনো একটি চরিত্র পছন্দ করতে হবে। কারণ, গেমারের চরিত্রের ওপর ভিত্তি করে বলের গতি নির্ধারিত হবে। যেমন−গেমার যদি কিছুটা অস্িথর প্রকৃতির হয়, তাহলে তার বোলিংয়ের মধ্যে এর ছাপ পড়বে। যেকোনো লক্ষ্য স্িথর করতে সময় লাগবে। এবার একটি বল তুলে নিয়ে লক্ষ্য স্িথর করে মারতে হবে। একবারে হয়তো সব লক্ষ্য স্িথর করা যাবে না। এর জন্য খেলে খেলে গেমারকে দক্ষতা বাড়াতে হবে। আর খেলার জন্য গেমারকে স্টেডিয়াম, পোশাকসহ বিভিন্ন জিনিস বেছে নিতে হবে। ভালোভাবে খেলার জন্য দক্ষতার পাশাপাশি উদ্ভাবনী ক্ষমতা খাটাতে হবে। তা ছাড়া গেমার নিজেই খেলোয়াড়দের প্রশিক্ষণ দিয়ে গড়তে পারবে দক্ষ বোলিং টিম। গেমসে ছবি ও শব্দ−উভয় ব্যাপারে নির্দেশনা পাওয়া যাবে। খেলা জানা না থাকলেও সমস্যা নেই, কয়েক মিনিটের মধ্যে আপনাকে খেলা শিখিয়ে দেওয়ার ব্যবস্থাও রয়েছে। ফলে যেকোনো সময় পরিবারের সবাইকে নিয়ে মেতে উঠতে পারেন পারিবারিক বিনোদনে।
যা যা প্রয়োজনঅপারেটিং সিস্টেম: উইন্ডোজ ৯৫, ৯৮, ২০০০, এনটি
প্রসেসর: পেন্টিয়াম থ্রি ৫০০ মেগাহার্টজ
ভিডিওকার্ড: থ্রিডি গ্রাফিকস এক্সিলারেটর
হার্ডড্রাইভ: ১৫ মেগাবাইট খালি স্থানসিডি
রম ড্রাইভ: ৮ এক্সর্যাম: ৬৪ মেগাবাইট
র্যামডাইরেক্ট এক্স ৭



