প্রতিনিয়তই বিভিন্ন ওয়েবসাইট হালনাগাদ করা হয়। কিন্তু অনেক সময় পুরোনো পেইজগুলোর প্রয়োজন হতে পারে। www.archive.org ঠিকানার ওয়েবসাইটে ১৯৯৬ সাল থেকে শুরু করে ২০০ কোটি ওয়েবসাইটের প্রায় সাড়ে আট হাজার কোটি ওয়েব পেইজের পুরোনো নমুণা সংরক্ষিত আছে। আর্কাইভ সাইটে গিয়ে The Wayback Machine অংশে http://সহ ওয়েবসাইটের ঠিকানা লিখে Take Me Back-এ কিক্ল করলে পুরোনো পেইজের বিস্তারিত তথ্য ও সংযুক্তি আসবে।