দেশের নারীদের তথ্য নিয়ে প্রকাশ করেছে (www.goldenfeminabd.com) গোল্ডেন ফেমিনাবিডি নামের একটি ওয়েবসাইট। এতে নারী গুণীজনের ছবিসহ পূর্ণ জীবনবৃত্তান্ত রয়েছে। গুণী নারীরা নিজেরাও নিবন্ধন করে নিজেদের তথ্য রাখতে পারবেন। এ সাইটে যেকোনো নারী সংগঠন ও সমিতি সরাসরি নিবন্ধন করতে পারবে। এতে নারীর অধিকার, বিভিন্ন আইন, রান্নার টিপস, নারী ও শিশুস্বাস্থ্যবিষয়ক তথ্য ইত্যাদি রয়েছে।