তথ্যপ্রযুক্তির ক্রমন্নোতির সাথে বিশ্বের বিপুল সংখ্যক প্রবীণদের সংযুক্ত করণের উদ্দেশ্যে বিশ্বখ্যাত মাইক্রোসফট কর্পোরেশন তৈরি করছে ‘সিনিয়র পিসি’ নামক কম্পিউটার। এ কম্পিউটারটি মূলত বয়সে প্রবীণ সেই সকল ব্যক্তির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে যাদের প্রাত্যহিক কাজে কম্পিউটার ব্যবহার করার প্রয়োজন রয়েছে কিন্তু বর্তমানের কম্পিউটার অ্যাপ্লিকেশন সমূহে যারা স্বাচ্ছন্দবোধ করেন না। বিশ্বজুড়ে অগনিত প্রবীণ ব্যক্তিদের কল্যাণে এই পিসি সহায়ক ভূমিকা পালন করতে সক্ষম হবে বলে অনেকে মনে করছেন। সাধারণ পিসির তুলনায় এই পিসির বৈশিষ্ট্য হচ্ছে এই পিসিতে প্রাত্যহিক কার্য সম্পাদন করার বিষয় সংশ্লিষ্ট কার্যাদি দ্রুত করার লক্ষ্যে নির্দিষ্ট সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে প্রবীণ ব্যক্তিদের কম্পিউটারে কাজ করার বিষয়টির সহজলভ্যতা। অর্থাৎ এই ‘সিনিয়র পিসি’টিতে কিছু বিশেষায়িত টুল ব্যবহার করা হয়েছে যা প্রাত্যহিক জীবনের সাধারণ কাজ সমূহ দ্রুত ব্যবহারকারীর প্রয়োজনে করতে সক্ষম। সেই সাথে ইন্টারনেটে স্বাচ্ছন্দ্যে সুনির্দিষ্ট কাজ সম্পাদন করার জন্য বিশেষ সুবিধা সম্বলিত টুল রাখা হয়েছে। যার মাধ্যমে কম্পিউটারে স্বল্পজ্ঞান সম্পন্ন প্রবীণেরা এবং কম্পিউটারের বিভিন্ন অ্যাপ্লিকেশন সমূহ যেসকল ব্যক্তি মনে রাখতে পারেন না তারা দ্রুত এর মাধ্যমে তাদের প্রাত্যহিক কার্যাদি সমাপ্ত করতে সক্ষম হবে। মাইক্রোসফট ইতোমধ্যেই তাদের নতুন ধরনের এই কম্পিউটারটি যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। কেননা এই দেশসমূহে প্রবীণ ব্যক্তিরা একাকিত্বের সম্মুখিন এবং তাদের প্রাত্যহিক কাজে কম্পিউটার ব্যবহারের লক্ষ্যে কোনো সহায়তাকারী থাকে না। ফলে প্রবীণদের উদ্দেশ্যে নির্মিত বিশেষ সফটওয়্যার সম্বলিত এই ‘সিনিয়র পিসি’ ভবিষ্যতে প্রবীণদের নিকট জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হবে। সেই সাথে তথ্যপ্রযুক্তির বিশাল ভুবনে প্রবীণদের অংশগ্রহণের মাধ্যমে নবীণ-প্রবীণদের মাঝে চলমান যে পার্থক্য বিদ্যমান তা অচিরেই নিরসন করা সম্ভব হবে। যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি এজ-এর সাথে যৌথ উদ্যোগে মাইক্রোসফট এই ‘সিনিয়র পিসি’ তৈরি করছে।