দীর্ঘ দিনের প্রচেষ্টার মাধ্যমে গবেষণালব্ধ কার্যক্রমের মাধ্যমে বিজ্ঞানীরা তৈরি করতে সক্ষম হয়েছে নতুন ধরনের মেমোরি সার্কিট। এই গবেষণার মাধ্যমে হিউলেট প্যাকার্ড-এর গবেষকরা সফলভাবে ফোর্থ বেসিক টাইপ অফ ইলেকট্রিক সার্কিট তৈরি করতে সক্ষম হয়েছেন যা কম্পিউটারে ব্যবহার করা সম্ভব হবে এবং এর মাধ্যমে একজন ব্যবহারকারীকে বুটআপের ঝামেলা পোহাতে হবে না। ইলেকট্রনিক্স এর সাধারণ থিউরিসমূহ ব্যবহারের মাধ্যমে এইচপি’র বিজ্ঞানীরা এই মেমোরি সার্কিট উদ্ভাবন করতে সক্ষম হয়েছেন। সারা বিশ্বের বিজ্ঞানীরা এই বিষয়ে দীর্ঘদিন গবেষণায় লিপ্ত থাকলেও হিউলেট প্যাকার্ডের গবেষকরা কার্যকরী নতুন ধরনের মেমোরি সার্কিট উদ্ভাবনের সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে। স্ট্যান্ডলি উইলিয়ামস এর নেতৃত্বাধীন এইচপি’র গবেষকরা মূলত তাদের গবেষণার মাধ্যমে ম্যাথমেটিক্যাল মডেল এবং ফিজিক্যাল মেমরিস্টরের উন্নয়ন সাধনের মাধ্যমে এই নতুন ধরনের মেমোরি সার্কিট উদ্ভাবন করতে সক্ষম হয়েছে। গবেষণা টিমের প্রধান উইলিয়ামস বলেন, এটি সম্পূর্ণ নতুন ধরনের ইলেকট্রিক্যাল ডিভাইস। যা রেজিস্টার ক্যাপাসিটর অথবা ইনডাক্টর সমন্বয়ে এতে রাখা হয়নি। এই নতুন মেমোরি সার্কিটের বিশেষত হচ্ছে বর্তমানে ব্যবহৃত মেমোরি চিপ ব্যবহারের মাধ্যমে কম্পিউটারে ব্যবহার করা হয় ডায়নামিক র্যান্ডম এক্সেস মেমোরি বা ডির্যাম। এটি যখন পাওয়ার বন্ধ হয়ে যায় তখন এর থেকে তথ্য হারিয়ে যায় কিন্তু নতুন আবিষ্কৃত মোমোরি সার্কিটের ব্যবহারের মাধ্যমে পাওয়ার না থাকলেও তথ্য হরিয়ে না যাবার কারণে ব্যবহারকারীদের কম্পিউটার চালুর সময় বুটআপ করতে হবে না।



