ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে তৈরি করা হচ্ছে ডিজিটাল স্মার্ট কলম। এই কলমটির বৈশিষ্ট্য হচ্ছে এর মধ্যে মাইক্রোফোন সংযুক্ত রয়েছে। সেই সাথে এটিতে স্পেশাল ‘ডট পেপার’ সমৃদ্ধ থাকে। যার মাধ্যমে এটি ক্যালকুলেশন করতে সক্ষম। এই কলমের মাধ্যমে একজন ব্যক্তি লেখার সাথে সাথে যে কোন ধরনের কথা রেকর্ড করতে পারবে। এই কলমে রয়েছে ১ জিবি স্টোরেজ যা ১০০ ঘণ্টা কথপোকথন রেকর্ড করতে পারে। এটির মূল্য ১৪৯ ডলার এবং ২ জিবি ক্ষমতা সম্পন্ন ২০০ ঘণ্টা রেকর্ডিং-এ সক্ষম কলমটির মূল্য ২০০ ডলার।



