অনলাইনের অনেক সফটওয়্যঅর, যা ইন্টারনেট সংযোগ ছাড়া বা অফলাইনে ব্যবহার করা যায় না। এ সমস্যা সমাধানে অ্যাডোবি নতুন একটি সফটওয়ার ছেড়েছে, যা দিয়ে অনলাইনের সফটওয়্যারগুলো সহজেই অফলাইনে ব্যবহার করতে পারবেন কম্পিউটার ব্যবহারকারীরা।অ্যাডোবি এয়ার নামের এই সফটওয়ারের মাধ্যমে সফটওয়ার ডেভেলপাররা অনলাইনে এমন প্রোগ্রাম লিখতে পারবে, যা ইন্টারনেট সংযোগ নেই এমন কম্পিউটারেও চলবে।অ্যাডোবি এয়ার বিনামূল্যে অ্যাপলম্যাকিন্টোস ও পার্সোনাল কম্পিউটার ব্যবহারকারীরা সংগ্রহ করতে পারবে। এ বছরের শেষের দিকে লিনাক্স অপারেটিং সিস্টেমের জন্যও অ্যাডোবি এয়ার ছাড়া হবে।অ্যাডোবির কর্মকর্তা অ্যান্ড্রু শর্টেন বলেন, ওয়েবসাইটে যেসব অ্যাপলিকেশন চলে তা ডেস্কটপেও চালানো সম্ভব হবে এয়ারের মাধ্যমে।শর্টেন মনে করেন, অফলাইন ও অনলাইন ফাইলের মধ্যে পার্থক্য ঘুচিয়ে দেবে অ্যাডোবি এয়ার। অ্যাডোবি এয়ার প্রযুক্তি ধীরে ধীরে ওয়েব ব্রাউজারের প্রয়োজনীয়তা কমিয়ে দেবে। অনেক প্রতিষ্ঠানই ইতিমধ্যে অ্যাডোবি এয়ার ব্যবহার করে সফটওয়্যার তৈরি করা শুরু করেছে।অ্যাডোবি এয়ার প্রথম ব্যবহার করে টুল বানিয়েছে অনলাইনে নিলামকারী প্রতিষ্ঠান ইবে। এ প্রোগ্রামটি ইতিমধ্যে মুক্তি দেওয়া হয়েছে। অনলাইন নিলামে অংশ নিতে হলে সবসময় ইবের ওয়েবসাইট খুলে না রাখলেও চলবে এ প্রোগ্রামটির মাধ্যমে।মাইক্রোসফট এবং গুগলও অ্যাডোবি এয়ারের মতো অ্যাপলিকেশন তৈরি করেছিল। মাইক্রোসফটের সিলভারলাইট ও গুগলের গিয়ার তেমন কার্যকর না হলেও এগুলো ওয়েব প্রোগ্রাম অফলাইনে ব্যবহার করার সুযোগ করে দিয়েছে।বিবিসিও অ্যাডোবি এয়ারের সাহায্যে সফটওয়্যার তৈরি করছে। এগুলোর মধ্যে রয়েছে ডেস্কটপে সংবাদের শিরোনাম প্রদর্শন করার অ্যাপলিকেশন ‘নিউজ টিকার’.