অ্যাডওয়্যার হচ্ছে এক ধরনের ফ্রি সফটওয়্যার যেগুলো বিভিন্ন বিজ্ঞাপনের সঙ্গে ইন্টারনেটযুক্ত কম্পিউটারে চলে আসে। প্রচলিত অ্যাডওয়্যারগুলো কম্পিউটারের টুলবারে অবস্থান করে এবং যখন কম্পিউটারটি ইন্টারনেটে যুক্ত হয়, তখনই সক্রিয় হয়। মূলত ওয়েবে কোনো কিছু খোঁজখবর করা, ব্যবহারকারীর ওয়েব বুকমার্কগুলোকে সন্নিবেশ করার ক্ষেত্রে সহায়তা করাই হলো অ্যাডওয়্যারের কাজ। যদিও অ্যাডওয়্যার বিনামূল্যে কাজ করে, কিন্তু এর ফলে ব্যবহারকারীকে নির্মাতা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেখতে বাধ্য করে। এই ধরনের সফটওয়্যার ব্যবহার নিরাপদ হলেও বেশ কিছু অ্যাডওয়্যার অনেক সময় স্পাইওয়্যার হিসেবে কাজ করে। সেগুলো ব্যবহারকারীর হার্ডড্রাইভ, ওয়েবসাইট পরিভ্রমণের ধরন সম্পর্কে বিভিন্ন তথ্য গোপনে ইন্টারনেটের মাধ্যমে আরেক কম্পিউটারে পাঠাতে থাকে। যার কারণে অ্যাডওয়্যার কম্পিউটারে ইনস্টল করার আগে সেটির নির্মাতা কারা এবং ব্যক্তিগত গোপনীয়তার চুক্তিগুলো দেখে নিতে হবে।