সফটওয়্যার তাড়াতাড়ি চালু করার জন্য শর্টকাট কি ভালো কাজ দেয়। এ জন্য প্রথমে start মেনু থেকে Programs সিলেক্ট করতে হবে। এখানে অনেক ধরনের সফটওয়্যার রয়েছে। উদাহরণ হিসেবে এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড সিলেক্ট করে মাউসের ডান বাটনে ক্লিক করতে হবে। মেনুবক্সে Properties-এ ক্লিক করুন। এ বক্সে shortcut নির্বাচন করে শর্টকাট কি টেক্সট বক্সে (Ctrl+Alt+W) বা (Ctrl+Shift+W) শর্টকাট কি দিতে পারেন। এভাবে সহজে শর্টকাট কি চেপে সফটওয়্যার চালু করতে পারেন এবং এর নিচে change Icon বক্সে ক্লিক করলে নানা ধরনের আইকন সিলেক্ট করা যেতে পারে।