আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে চিকিৎসা বিজ্ঞানে নিত্য-নতুন সংযোজিত হয়ে চলেছে আধুনিকতা। এরই ধারাবাহিকতায় ফ্রান্সে রোবটের মাধ্যমে জটিলতর অপারেশনের ক্ষেত্রে সহায়তা নেয়া হচ্ছে রোবট অ্যানেসথেটিস্টের। বিশেষভাবে নির্মিত এই রোবট অ্যানেসথেটিস্ট মূলত অপারেশন থিয়েটারে একজন রোগীকে অচেতন করা থেকে শুরু করে অপারেশনের সম্পূর্ণ সময়ে প্রয়োজনীয় সেবা দিতে সক্ষম। ফ্রান্সে এই রোবটের সহায়তায় ইতিমধ্যেই প্রায় ২০০ রোগীর অপারেশন করা হয়েছে। ফ্রান্সের ফোচ হাসপাতালের হেড অফ অ্যানেসথেটিস্ট প্রফেসর মার্ক ফিচলার জানান, ‘আমরা রোবটটিকে অপারেশনের সময় অ্যানেসথেসিয়া করার কাজে ব্যবহার করে দেখেছি যে, এর মাধ্যমে দীর্ঘক্ষণব্যাপী অপারেশন কার্যক্রম সহজতর হয়। কেননা, রোবটটিকে বিশেষ সফটওয়্যারের মাধ্যমে নিয়ন্ত্রণের মাধ্যমে পরিচালনা করায় এটি প্রতি মুহূর্তেই রোগীর সর্বশেষ শারীরিক অবস্থান নির্ণয় করতে সক্ষম হয়ে থাকে। ফলে চিকিৎসকরা পূর্বের তুলনায় অধিক মাত্রায় রোগীর অবস্থান নির্ণয় করতে সক্ষম হয়ে থাকেন এবং অপারেশন সহজতর হয়ে উঠে।’ এই প্রটোটাইপ বিশিষ্ট অ্যানেসথেটিস্ট রোবটটি মূলত ডেভেলপ করা হয়েছে ফ্রান্সে যদিও এতে ব্যবহৃত সকল উপাদান যুক্তরাষ্ট্রের তৈরি। চিকিৎসকরা আশা প্রকাশ করছেন, অদূর ভবিষ্যতে এই রোবট অ্যানেসথেটিস্ট চিকিৎসা বিজ্ঞানে বিশাল ভূমিকা রাখতে সক্ষম হবে। কেননা, জটিলতর অপারেশনের সময় অধিক হওয়ায় অর্থাৎ ৮-৯ ঘন্টাব্যাপী পরিচালিত অপারেশনের ক্ষেত্রে এই রোবট অ্যানেসথেটিস্ট-এর ভূমিকা একজন ব্যক্তি অ্যানেসথেটিস্ট-এর ভূমিকা হতে অধিক কার্যক্ষম। এই রোবট অ্যানেসথেটিস্ট নিজে কোন সিদ্ধান্ত নিতে সক্ষম নয়। এটিকে মূলত অটোমেটিক পাইলট সিস্টেমে পরিচালিত সফটওয়্যারের মাধ্যমে কাজ করতে হয়। সেই সাথে এটিকে চিকিৎসা বিজ্ঞানের অ্যানেসথেটিস্ট বিষয়ক পূর্ণাঙ্গ তথ্য প্রদানের মাধ্যমে রোগীর অবস্থান নির্ণয়ের সক্ষমরূপে গড়ে তোলা হয়েছে। ফলে ভবিষ্যতে উন্নত বিশ্বে জটিলতর অপারেশন সমূহে কাজ করতে দেখা যাবে রোবট অ্যানেসথেটিস্ট’কে।