কোনো কিছু জনপ্রিয় হলে সেটার ভিন্ন ভিন্ন প্রয়োগ দেখা যায়। কোনো একটা বই জনপ্রিয় হওয়া মাত্র সেটা থেকে নাটক হবে, চলচ্চিত্র হবে; সেটার চরিত্রগুলো নিয়ে বিজ্ঞাপন তৈরি হবে−এ রকম অনেক কিছু। আর সেটার কোনো অংশে ব্যতিক্রম হয়নি রবার্ট লুডমিলসের ‘দ্য বর্ন কন্সপেরেসি’র বেলায়। বই এবং চলচ্চিত্র হিসেবে খ্যাতি অর্জনের পরপরই তৈরি করা হলো গেমস। আর সেটাও এখন বেশ জনপ্রিয়তা কুড়াচ্ছে। দ্য বর্ন কন্সপেরেসি গেমসে গেমারকে একজন এজেন্ট হিসেবে কাজ করতে হবে; যে সিআইএর পক্ষ হয়ে কাজ করে। আর এখানে এজেন্ট হিসেবে গেমারকে অপরাধীদের খুুঁজে বের করতে হবে। একেক সময়ে একেক ধরনের অপরাধীর পেছনে ছুটতে হবে। আর অপরাধীকে কুপোকাত করার জন্য অস্ত্রের চেয়ে বেশি ব্যবহার করতে হবে হাত। কারণ গেমারকে শত্রুর সঙ্গে লড়াই করতে পিস্তল বা বন্দুকের চেয়ে শারীরিক কৌশল বেশি সুবিধা দেবে। আর মারামারি যত বেশি করবে, তত বেশি গেমার সিদ্ধহস্ত হয়ে উঠবে শত্রুকে ঘায়েল করার ব্যাপারে। এই গেমের শব্দের মান গেমারকে মুগ্ধ করবে নিঃসন্দেহে। এর সংগীত ও বিশেষ কিছু শব্দ বেশ চমকপ্রদ। আর একাধারে এই গেম খেলতে খেলতে গেমার ক্লান্ত হয়ে পড়বে না এর সংগীতের কল্যাণে এটা বলা যায়। গেমটির একটি মাত্র সমস্যা হচ্ছে, এর অতি উচ্চ মানের গ্রাফিকস বর্তমান সময়ের সাধারণ কম্পিউটারে খেলা মোটামুটিভাবে অসম্ভব করে দিয়েছে। তবে গেমের মধ্যে থাকা বন্য জন্তুগুলোও বেশ চমৎকার। গেমটিতে আলোর ব্যবহারও বেশ চমৎকার। বিশেষ করে সুর্যোদয় এবং সুর্যাস্তের সময়টুকু দেখতে বেশ ভালো লাগে।
যা যা প্রয়োজন
অপারেটিং সিস্টেম: এক্সপি
প্রসেসর: পেন্টিয়াম ফোর ২.৬ গিগাহার্টজ
ভিডিওকার্ড: থ্রিডি গ্রাফিকস এক্সিলারেটর
সিডি-রম ড্রাইভ: ৮ এক্স র্যাম: ৫১২ মেগাবাইট র্যাম
ভিডিও মেমোরি: ১৬ মেগাবাইট
ভিডিও র্যামডাইরেক্ট এক্স: ৯.০
হার্ডডিস্ক ড্রাইভ: ৭ গিগাবাইট খালি জায়গা