জাপানের একটি মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান ‘রোবট সেলফোন’ তৈরি করেছে। এই মোবাইল ফোনটি কথা বলবে (চ্যাট) ব্যবহারকারীর সঙ্গে। চ্যাট করার পাশাপাশি এ মোবাইলে অন্যের সঙ্গে কথা বলা তো যাবেই যাবে। সফটব্যাংক মোবাইল করপোরেশনের তৈরি এই নতুন ফোনটি দেখতে ছোট মানুষের মতো। এর রয়েছে মানুষের মতো হাত ও পা। এর পর্দায় দেখা যাবে পছন্দসই যেকোনো মানুষের মুখ। ফোনব্রেভার নামে এই মোবাইল ফোনটি আগামী এপ্রিল মাসে বাজারে ছাড়া হবে। তবে ফোনটির দাম কত রাখা হবে তা এখনো প্রকাশ করা হয়নি। এ সেলফোনে সংযোজন করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এই কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে রোবট সেলফোন তার ব্যবহারকারীর পছন্দ, অপছন্দ ও অভ্যাস সম্পর্কে জানবে এবং সে অনুযায়ী আচরণ করবে। ফোনব্রেভার নিজে নিজে হাঁটতে পারবে না। তবে এটি হাত-পা নড়াচড়া করতে পারবে। সফটব্যাংক মোবাইল করপোরেশনের মুখপাত্র কাতসুহাইদ জানান, মনে করুন ব্যবহারকারী কোনো একজনের কাছে বহুবার ফোন করেন। তখন এই রোবটফোন বলবে, তুমি এই ব্যক্তিকে অনেকবার ফোন করেছ? তাই নয়কি। হ্যা, না অথবা অন্য কোনো সাধারণ বাক্য ব্যবহার করে এ রোবটফোনের সঙ্গে কথা বলা যাবে।