জাপানের রাজধানী টোকিওর একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাবার দিয়ে রোবটের মুখমন্ডল তৈরি করছেন। রোবট যাতে মানুষের ছয়টি অনুভুতি যেমন−রাগ, দুঃখ, ভয়, সুখ, বিস্নয় ও বিরক্তি প্রকাশ করতে পারে সে জন্য তৈরি করা হচ্ছে এ রাবারের মুখ। কানসেই নামের একটি রোবটে এ রাবারের মুখ স্থাপন করা হবে। টোকিওর শহরতলিতে অবস্িথত মেইজি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলবিদ্যার শিক্ষার্থীরা এ রাবারের মুখ তৈরি করছেন। এ প্রকল্পের প্রধান জুনিচি তাকেনো বলেন, ‘মানুষের মাঝে বসবাস করার ফলে রোবটকে জটিল সব সামাজিক কাজ সম্পাদন করতে হয়। মানুষের সঙ্গে কাজ করা এবং তাদের বোঝার জন্য রোবটকে আবেগ মিশিয়ে কাজ করতে হবে। আর এ কারণে অনুভুতির প্রকাশটা খুব জরুরি। তা না হলে মানবসমাজে সে সবর্জনভাবে গৃহীত হবে না। আমরা আশা করছি, আমাদের এ উদ্যোগ সফল হবে। কানসেই রোবট ঠিকঠাকভাবে তার সব অনুভুতি প্রকাশ করতে পারবে। বিশ্বে যে দেশ সবচেয়ে বেশি রোবট তৈরি করে, সেটি হচ্ছে জাপান। বাণিজ্যিক কাজে ব্যবহার করা ছাড়াও ঘর-গৃহস্থালি ও চিকিৎসার কাজে রোবট ব্যবহূত হচ্ছে।’ জাপান সরকারের হিসাব অনুযায়ী, ২০২৫ সাল নাগাদ জাপানে ৭০০ কোটি ডলারের রোবটশিল্প গড়ে উঠবে।