চাকরি এবং পেশাবিষয়ক মুক্ত আলোচনার জন্য ইন্টারনেটে একটি অনলাইন ফোরাম চালু হয়েছে। http://forum.alljobsbd.com ঠিকানার এ ফোরামের সদস্য হয়ে চাকরি এবং পেশাবিষয়ক মুক্ত আলোচনায় অংশ নেওয়া যাবে এবং নিজের মতামত প্রকাশ করা যাবে। এছাড়া সদস্যরা নিজেদের মধ্যে চ্যাট করার সুবিধা পাবে।