প্রযুক্তির সম্ভাবনাকে কাজে লাগিয়ে দিন দিন এগিয়ে চলেছে ভারত। তথ্যপ্রযুক্তির অন্যতম সম্ভাবনাময় দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে ভারতের সরকারী এবং বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানসমূহ একযোগে কাজ করে চলছে। এরই ধারাবাহিকতায় ২০০৮ সালে ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানসমূহ তাদের তথ্য প্রযুক্তি খাতে বাজেট গত বছরের তুলনায় ১৩ শতাংশ বৃদ্ধি করছে। একই সাথে দেশটির তথ্যপ্রযুক্তি শিল্প বৃদ্ধির হার কম্পাউন্ড এনুয়েল গ্রোথ রেট (সিএজিআর) অনুসারে ২০.৩ শতাংশ অর্জন করতে সক্ষম হয়েছে। যার ফলে গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের এক গবেষণায় ভারতের এই সাফল্য ২০১১ সালের মধ্যে ২৪.৩ বিলিয়ন ইউএস ডলারে পৌঁছাতে সক্ষম হবে বলে উল্লেখ করা হয়। গার্টনারের গবেষণা প্রধান পিটার সুনডার গার্ড এ প্রসঙ্গে বলেন, ‘বিশ্ব পরিস্থিতিতে তথ্যপ্রযুক্তি শিল্পে ভারতের অগ্রগতি দ্রুতলয়ে এগিয়ে চলছে। সরকারী এবং বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানসমূহের মধ্যে সমন্বয় এবং লক্ষ্য অনুযায়ী পরিকল্পনা প্রণয়ন দেশটিকে অদূর ভবিষ্যতে প্রযুক্তি শিল্পে প্রতিষ্ঠিত করবে নিঃসন্দেহে।’ ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীগণ তাদের প্রতিষ্ঠানে আধুনিকায়ন এবং মানন্নোয়নের লক্ষ্যে তাদের বার্ষিক কর্মপরিকল্পনায় তথ্যপ্রযুক্তি খাতে ৩০ শতাংশ অর্থ বরাদ্ধ করছে। যার ফলে ভারতের সর্বত্র তথ্যপ্রযুক্তি শিল্পের অবকাঠামো গড়ে উঠার মান আন্তর্জাতিক মানের সমকক্ষতা অর্জন করে চলেছে। গার্টনারের গবেষণায় আরো জানানো হয়, ভারতে ধারাবাহিক তথ্যপ্রযুক্তির শিল্পের উন্নয়ন এবং সফল বাস্তবায়ন জীবন যাত্রার মানকে আধুনিকায়ন করছে দ্রুতলয়ে। ২০১১ সালে ভারতের আইটি মার্কেট ২৪ বিলিয়ন ডলারে পৌঁছানোর মাধ্যমে উন্নত বিশ্বের জীবনধারার সাথে নিজেদের সম্পৃক্ত করতে সক্ষম হবে। উল্লেখ্য, ভারতের তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নয়নের পিছনে মূল ভূমিকা পালন করেছে সেই দেশের সরকার এবং ব্যক্তি মালিকানায় প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানের সঠিক পরিকল্পনা অনুযায়ী কাজের দৃঢ় বাস্তবায়ন। মূলত আউটসোর্সিং শিল্পে ভারতের উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। প্রতি বছর ভারত আউটসোর্সিংয়ের মাধ্যমে দেশের অর্থনীতিতে বিপুল বৈদেশিক মুদ্রা সরবরাহ করতে সক্ষম হয়ে থাকে। দক্ষ তরুণ প্রযুক্তিবিদ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি দেশের অর্থনীতিতে তথ্যপ্রযুক্তির বিশাল ভূমিকা রয়েছে। যোগাযোগ ব্যবস্থায় উন্নয়ন, স্বল্পমূল্যে ইন্টারনেট সেবা, সর্বোপরি বহির্বিশ্বের সাথে প্রযুক্তিখাতে তথ্য আদান-প্রদানের মাধ্যমে ভারতের তথ্যপ্রযুক্তি শিল্পে সারাদেশ জুড়ে মানসম্পন্ন অবকাঠামো গড়ে উঠেছে। যার ফলে ভারতে তথ্যপ্রযুক্তির সেবা খাতে ২০১১ সালের মধ্যে ১০.৭৩ বিলিয়ন ইউএস ডলার অর্জনে সক্ষম হবে। যা সিএজিআর এর মতে ২৩.২ শতাংশ অগ্রগতি সাধিত হবে। ফলে সারা ভারত জুড়ে প্রযুক্তির সফল ব্যবহারের মাধ্যমে অদূর ভবিষ্যতে ভারতের অবস্থান বিশ্ব জুড়ে প্রতিষ্ঠিত হতে সক্ষম হবে।



