ম্যাক্রোস বলতে আমরা কী স্ট্রোকের সমষ্টিকে অর্থাৎ মাউসের একাধিক ক্লিক সমূহের সমন্বয়কে বুঝে থাকি যার মাধ্যমে যেকোন ব্যক্তি নিজের কাজের সুবিধা অর্জন করতে পারে। অর্থাৎ ম্যাক্রোর মাধ্যমে কম্পিউটারে কাজের জন্য সাধারণত যেসকল কাজ আপনাকে করতে হয় সেই সকল কাজ একটি ক্লিকে মাউসের মাধ্যমে করার জন্য ম্যাক্রো ব্যবহার করা অর্থাৎ কী স্ট্রোক সমূহ অথবা মাউস ক্লিক-এর সিরিজ কাজ সমূহ বুঝিয়ে থাকে।