প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানুষের প্রাত্যহিক কার্যক্রমে গতিশীলতা আনয়নে বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে ‘সাইবার ডোরম্যান’। উন্নত বিশ্বে ধীরে ধীরে এই প্রযুক্তির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা পূর্বের তুলনায় অধিকমাত্রায় সফল হয়ে চলেছে। মূলত অনলাইন ভিত্তিক এই নিরাপত্তা কার্যক্রমের মূল বৈশিষ্ট হচ্ছে যেকোন ব্যক্তি তার প্রতিষ্ঠান অথবা বাসাবাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হবে পৃথিবীর যেকোন প্রান্ত থেকেই। ‘সাইবার ডোরম্যান’ এর মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা অধিকতর সক্ষম হয়। কেননা, এর মাধ্যমে একজন ব্যক্তি পৃথিবীর যেকোন প্রান্তেই থাকুক না কেন তার বাসা অথবা প্রতিষ্ঠানে আগত যেকোন ব্যক্তির ছবি এবং তথ্য অনলাইনের মাধ্যমে তাৎক্ষণিকভাবে পেতে সক্ষম। সেই সাথে আগত ব্যক্তিকে প্রবেশের অনুমতি অথবা প্রবেশ করতে না দেয়ার যেকোন সিদ্ধান্তই অনলাইনের মাধ্যমে প্রদান করা সম্ভব। ‘সাইবার ডোরম্যান’ কার্যক্রমে নিযুক্ত নিরাপত্তা কোম্পানি প্রাথমিক অবস্থায় সুনির্দিষ্ট অফিস এবং বাসা বাড়িতে রিমোট এক্সেস সম্বলিত প্রযুক্তি স্থাপনের মাধ্যমে প্রয়োজনীয় সংখ্যক সিকিউরিটি ক্যামেরা স্থাপন করে। যার ফলে নির্দিষ্ট স্থানে কোন অতিথি আসা মাত্রই এই প্রযুক্তির মাধ্যমে তার ছবি এবং তথ্যসমূহ অনলাইনের মাধ্যমে কাঙিক্ষত ব্যক্তির নিকট পৌঁছে যায়। মূলত বিশ্বজুড়ে ইন্টারনেট ফোনের সহজলভ্যতা এবং ভিওআইপি প্রযুক্তির বহুল ব্যবহারের কল্যাণে এই প্রযুক্তিটি দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। শুধুমাত্র যুক্তরাষ্ট্রে এই ‘সাইবার ডোরম্যান’ প্রযুক্তি কাজে লাগানোর মাধ্যমে পূর্বের তুলনায় অধিক মাত্রায় নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হচ্ছে। কেননা ‘সাইবার ডোরম্যান’ সিকিউরিটি কোম্পানিতে নিরাপত্তা নিশ্চিত করণের কাজে অনেকগুলো কম্পিউটার কাজ করে থাকে এবং এর মাধ্যমে কর্মরত ব্যক্তিরা একই সাথে শহরের বিভিন্ন প্রান্তে অবস্থিত তাদের ক্লায়েন্টের বাসা-অফিসসমূহের নিরাপত্তা নিশ্চিত করে থাকে। সেই সাথে নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষ্যে প্রয়োজনে অনাকাঙিক্ষত ব্যক্তির প্রবেশ বন্ধ করতে স্থানীয় পুলিশ অফিসে ফোন করে থাকে। ফলে অনাকাঙিক্ষত ব্যক্তির প্রবেশ নিষিদ্ধের পাশাপাশি যেকোন ধরনের অগ্নিকান্ড হতেও রক্ষা করে সুনির্দিষ্ট স্থানসমূহ। এই প্রযুক্তির বহুল ব্যবহারের মাধ্যমে উন্নত বিশ্বে দিন দিন স্থাপনা রক্ষায় নিরাপত্তা রক্ষীর প্রয়োজনীয়তা কমে আসছে। সেই সাথে নিশিচ্ছদ্র নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বের যেকোন প্রান্ত হতেই এই সাইবার ডোরম্যান কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়।