ইথারনেট হলো এক ধরনের লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যানের এক বিশেষ ধরনের স্থাপনা, যেটির উন্নয়ন সাধন করেছে ইন্টেল, জেরোক্স করপোরেশন এবং ডিইসি এই তিন প্রতিষ্ঠান মিলে ১৯৭৬ সালে। ইথারনেটে ডেটা স্থানান্তরে ব্যবহার করা হয় বাস বা স্টার টপোলজি যার ফলে স্থানান্তরের গতি ১০ মেগাবাইট প্রতি সেকেন্ডে। ইথারনেট মূলত সিএসএমএ/সিডি মেথড ব্যবহার করে। বর্তমানে আরেক ধরনের ইথারনেট প্রচলিত সেটি হলো ১০০বেস-টি বা ফাস্ট ইথারনেট। এতে ডেটা স্থানান্তরের গতি ১০০ মেগাবাইট প্রতি সেকেন্ডে এবং সর্বাধুনিক আরেকটি ইথারনেট প্রচলিত, যেটিকে বলা হয় গিগাবাইট ইথারনেট, যার তথ্য স্থানান্তরের গতি প্রতি সেকেন্ডে ১ গিগাবাইট বা ১ হাজার মেগাবাইট।