অ্যাডজাস্টেবল ফোকাল লেন্সই জুম লেন্স। জুম-এর অর্থ ক্লোজআপ তা নয়। একটি ডিজিটাল ক্যামেরাতে অপটিক্যাল জুম এবং ডিজিটাল জুম উভয়ই থাকতে পারে। অপটিক্যাল জুম মূলত লেন্স এর ফোকাল লেন্সকে পরিবর্তন করে। ফলে ইমেজ লেন্স এর মাধ্যমে ম্যাগনিফাইড হয়। বড় ধরনের ম্যাগনিফিকেশনের জন্য লাইট সিসিডি সেন্সরেও প্রবেশ করতে হয় এবং এক্ষেত্রে সব পিক্সেল ব্যবহৃত হতে পারে। অপটিক্যাল জুম ছবির কোয়ালিটি বাড়াতে সাহায্য করে। অন্যদিকে ডিজিটাল জুম হলো কম্পিউটারের কারসাজি যা একটি অংশকে ম্যাগনিফাই করে এবং সেন্সরকে কার্যত রাখে। ধরা যাক, আপনি একটি ছবিকে ২এক্স ডিজিটাল জুমে তুলেছেন। এক্ষেত্রে ক্যামেরা সিসিডি সেন্সরে মাঝখান থেকে পিক্সেল এর অর্ধেক ব্যবহার করবে এবং বাদবাকী পিক্সেলকে অগ্রাহ্য করবে। পরবর্তীতে ইন্টারপোলেশন টেকনিক ব্যবহার করে ছবিকে প্রাণবন্ত করে তুলবে।