যুক্তরাজ্যের অধিবাসীরা এখন থেকে তাদের আইপ্লেয়ারের মাধ্যমে বিবিসি’র অনুষ্ঠানসমূহ দেখতে পারবেন। যাত্রা শুরুর অল্প কিছুদিনের মধ্যেই আইপ্লেয়ার বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জনে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি) প্রথমবারের মতো আইটিউনসের সাথে চুক্তিবদ্ধ হয়েছে ফলে যুক্তরাজ্যের অধিবাসীরা বিবিসির সকল অনুষ্ঠান তাদের পছন্দের আইটিউনসের মাধ্যমে উপভোগ করতে পারবেন। মূলত বিবিসি তাদের প্রোগ্রামসমূহ অ্যাপেলের ডাউনলোড সার্ভিসের মাধ্যমে তাদের প্রোগ্রামসমূহ উপস্থাপন করবে। উল্লেখ্য, আইপ্লেয়ার যাত্রা শুরুর মাত্র দু’সপ্তাহের মধ্যে ৩.৫ মিলিয়ন অনুষ্ঠান ডাউলোড করা হয়েছে। তুমুল জনপ্রিয় এই আইফোনের ব্যবহারকারীদের আইটিউনসের মাধ্যমে নিজেদের অনুষ্ঠানসমূহকে যুক্তরাজ্যের সকল ব্যবহারকারীদের নিকট পৌঁছে দিতেই বিবিসি’র এই উদ্যোগ।আইটিউন-এ দেখা যাবে বিবিসি টিভি অনুষ্ঠান.



