মজার মজার এডভেঞ্চার গেমস গেমারদের উপহার দেওয়ার জন্য লেগো এখন জনপ্রিয় গেমস ডেভেলপমেন্ট কোম্পানিতে পরিণত হয়ে গেছে। লেগো স্টার ওয়্যারস এবং লেগো ইন্ডিয়ানা জোনস এর পরপর সাফল্যের পর এখন আরেকটি সুপারহিট গেমস বাজারে নিয়ে আসার পরিকল্পনা থেকে রিলিজ দেওয়া হল লেগো ব্যাটম্যান যা বিখ্যাত কমিক ও টেলিভিশন চরিত্র ব্যাটম্যানের আসল পৃথিবীকে এবার নিয়ে আসবে পিসি গেমসের জগতে। লেগোর এই গেমসে তাই ব্যাটম্যানের অন্যান্য সকল চরিত্রের পূর্ণ সমাবেশ ঘটেছে। ব্যাটম্যান কমিকসের ভিলেন চরিত্র বেন, জোকার, হার্লি কুইন, প্যাঙ্গুয়িন, ক্লেফেস, রাইডার, ক্যাটওম্যান এবং মি. ফ্রিজ সবাই আছে লেগোর ব্যাটম্যান গেমসটিতে। এসব সকল চরিত্রের মধ্যে কমিকসের মতই একেকটি বিশেষ গুণ দিয়ে, বিশেষ যোগ্যতা দিয়ে সাজানো হয়েছে আর কমিকসের সত্যিকারের চারিত্রিক বৈশিষ্ট্য বজায় রাখার জন্য সব রকমের প্রচেষ্টাই লেগোর ছিল। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে প্যাঙ্গুয়িন সাথে একটি ছাতা নিয়ে থপ থপ করে হেটে বেড়ায়, হ্যাঁ লেগোর গেমসটি খেলতে গিয়ে মনে হবে ব্যাটম্যান টিভি সিরিজ বা ব্যাটম্যানের কোন মুভিতে আপনি নিজে অংশগ্রহণ করছেন।

এই গেমসটিতে পনেরটি লেভেল রয়েছে ভিলেন ও হিরো ভার্সনে আর তিনটি গাড়ির রাইডের পর্ব। এবার দেখা যাক ভিলেন চরিত্রগুলো কি কি সমস্যা এই গেমসটিতে সৃষ্টি করতে পারে? বেন পুলিশদের ধরে ধরে উপরে ছুড়ে ফেলতে পরে আর ভর্তা বানাতে পারে। প্যাঙ্গুয়িনের একটি নতুন দুষ্টমি আনা হয়েছে- সে ছোট ছোট প্যাঙ্গুয়িন পুতুল মাটিতে ছুড়ে ফেলে যা কয়েক সেকেন্ডের মধ্যেই বোমা হয়ে বিস্ফোরণ ঘটে। মি. ফ্রিজ যেকোন গরম বস্তুকে ঠান্ডায় জমিয়ে ফেলতে পারে আর রাইডার সকল মানুষের চিন্তা চেতনা মন নিয়ন্ত্রণ করতে পারে। ব্যাটম্যান ও রবিনের মধ্যে রয়েছে নতুন নতুন টেকনিক্যাল স্যুট। রবিনের জন্য রয়েছে একটি ম্যাগনেটিক স্যুট যার ফলে যেকোন দেয়াল বেয়ে সে হেটে হেটে উঠে যেতে পারে। ব্যাটম্যানের ব্যাটারেঞ্জ ব্যবহার করে যেকোন শত্রুকে আয়ত্বে এনে ঘায়েল করা সম্ভব। এক ছাদ থেকে অন্য ছাদে লাফিয়ে বেড়ানোর জন্য ব্যাটম্যানের রয়েছে গ্লাইডিং স্যুট।

লেগোর সব গেমসেই পাজলের আধিক্য থাকে। এবারের গেমসে পাজল ইলিমেন্ট আর অ্যাকশনের মধ্যে ভারসাম্য আনা হয়েছে এর ফলে অ্যাকশন আর পাজল মিলে বেশ ফান উপভোগ করা যাবে গেমসটিতে। ব্যাটম্যানের ফ্যান ভক্ত সবাই এই গেমসটি বেশ উপভোগ করবে এটা সহজেই বলা যায়। আর চরিত্রগুলোর এতটা বাস্তব রূপায়ন হয়েছে যে ব্যাটম্যান মুভিতে আপনি নিজেই অভিনয় করছেন বলে মনে হবে।

গেমসটির ভিজুয়াল ইফেক্ট বেশ অন্ধকারাচ্ছন্ন কারণ বিষয়বস্তুর পরিবেশটা এমনই। আর ব্যাকগ্রাউন্ডে যে বিস্তারিত ইমেজের ব্যবহার করা হয়েছে তা খুবই আকর্ষণীয়। কার্নিভাল লেভেলে গোথাম সিটির অন্ধকারের চিত্রায়ন অসম্ভব সুন্দর। চরিত্রগুলোর রঙ খুবই উজ্জ্বল যেন রক্তের এক একটি জীবন্ত উৎস।