সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সারাবিশ্বেই গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করার বিষয়ে গুরুত্ব প্রদান করা হয়ে থাকে। উন্নত বিশ্বের বিভিন্ন দেশে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হলেও কিছু কিছু ক্ষেত্রে মোবাইল ফোনের ব্যবহার গাড়ি চালানোর সময় সম্পূর্ণ বন্ধ করা সম্ভব হয়ে উঠেনি আইন প্রয়োগকারী সংস্থার নিকটে। বিষয়টির গুরুত্ব অনুধাবনের মাধ্যমে সম্প্রতি কানাডার একটি প্রতিষ্ঠান তৈরি করেছে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন প্রতিরোধে নতুন সফটওয়্যার নির্ভর নিরাপত্তা ডিভাইস। কানাডার অগিস মোবিলিটি তাদের উদ্ভাবিত সফটওয়্যার সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করে জানায়, নতুন এই সফটওয়্যার গাড়ি চালানো অবস্থায় চালকের কোন ফোন এলে তা স্বয়ংক্রিয়ভাবে বাধা প্রদান করতে সক্ষম এবং যে ব্যক্তি ফোন করেছেন তাকে স্বয়ংক্রিয়ভাবে টেক্সট মেসেজ প্রদান করে থাকে। ফলে একজন ব্যক্তি গাড়ি চালানোর সময় তার নিকট থাকা মোবাইল ফোন কোন অবস্থাতেই বেজে উঠবে না। একই সাথে বিশেষ ক্ষেত্রে এই সফটওয়্যারটি স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম ব্যবহারের মাধ্যমে গাড়ি চালকের অবস্থান ফোন করা ব্যক্তিকে টেক্সট মেসেজের মাধ্যমে জানাতে সক্ষম। নতুন সফটওয়্যার নির্ভর এই ড্রাইভ এসিস্ট সিস্টেম ব্যবহারের মাধ্যমে গাড়ি চালানোর সময় অসতর্কতামূলক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে বলে আশা করছে রয়েল সোসাইটি ফর দ্য প্রিভেন্টেশন অফ এক্সিডেন্টস (আরওএসপিএ)। উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন উন্নত দেশে গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলার কারণে তাৎক্ষণিকভাবে জরিমানা করা হলেও মোবাইল ব্যবহারের কারণে সড়ক দুর্ঘটনা প্রতিনিয়তই ঘটে চলেছে। ফলে কানাডায় উদ্ভাবিত এই নতুন সফটওয়্যার গাড়ি চালানোর সময়ে মোবাইল ফোন ব্যবহার নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে। প্রাথমিক অবস্থায় নতুন প্রযুক্তিসম্পন্ন ড্রাইভ এসিস্ট সিস্টেম নিরাপত্তা ডিভাইস গাড়িতে স্থাপন করতে হলেও অচিরেই যে কোন নতুন গাড়ি ক্রয় করার সময় তা সংযুক্ত অবস্থায় পাওয়া সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।