১৭ নভেম্বর ২০০৮ আমেরিকার বিজ্ঞানীরা চারপায়ে স্থির হয়ে দাঁড়াতে সক্ষম এমন একটি গবেষক রোবট তৈরির ঘোষণা দিয়েছে। মূলত নাসা ও ইউএস ডিপার্টমেন্ট অব এনার্জি যৌথভাবে এ রোবট উদ্ভাবন করার প্রজেক্ট হাতে নিয়েছিল। মহাকাশে স্পেস গবেষণায় এ রোবোট বিভিন্ন মিশনে অংশগ্রহণ করবে। মহাকাশে ও বিভিন্ন গ্রহে ডাটা ও তথ্য সংগ্রহ করার জন্য রোবট কাজে লাগানো হয়। যেসব স্থানে মানুষের পক্ষে যাওয়া বিপজ্জনক কিংবা আকৃতগত ও জৈবিক কারণে মানুষের পক্ষে যাওয়া সম্ভব নয়, সেসব গবেষণা মিশন পরিচালনার জন্য রোবট আদর্শ সমাধান।