বাংলাদেশের বেশ কিছু গান এখন ইন্টারনেটের সবচেয়ে বড় ডিজিটালগানের বাজার আইটিউনসে পাওয়া যাচ্ছে।মোবাইল ফোনের জন্য বিষয়বস্তু (কন্টেন্ট) সরবরাহকারী প্রতিষ্ঠান আইস টেকনোলজিস আইটিউনসে গান রাখার ব্যবস্থা করেছে। এখন পৃথিবীর যেকোনো দেশের গ্রাহকেরা আইটিউনস থেকে বাংলাদেশি গান কিনতে পারবেন। হাবিবের পাঞ্জাবিওয়ালা, বালামের গান, অর্ণবের হোক কলরব, আশিকের আশিক ও একতা অ্যালবামগুলো এখন আইটিউনসে পাওয়া যাচ্ছে। বাংলাদেশি গানকে আন্তর্জাতিক পরিমন্ডলে পরিচিত করে তুলতেই আইস টেকনোলজিস এ উদ্যোগ নিয়েছে। সম্প্রতি এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হাবিব, বালাম ছাড়াও উপস্িথত ছিলেন আইস টেকনোলজিসের হেড অব অপারেশনস যশোয়া ওয়েজ আহমেদ।