মোবাইল ফোনে ইন্টারনেটের ব্যবহার মানুষের জীবনে এনেছে এক দারুণ পরিবর্তন। আগে যেখানে ইন্টারনেট ব্যবহারের জন্য কম্পিউটার, ফ্যাক্স/মডেম ইত্যাদি লাগত, এখন একটি মোবাইল ফোনই যথেষ্ট।এসব শুধু উন্নত দেশে নয়, বাংলাদেশেও মোবাইল ফোনের মাধ্যমে নানা রকম সেবা পাওয়া যাচ্ছে প্রযুক্তির কল্যাণে। মোবাইল ফোন যাতে পড়াশোনায় সহায়ক হতে পারে সে জন্য দেশেতৈরি হয়েছে ইন্টারনেটভিত্তিক একটি সফটওয়্যার−ইনফোসেল। এটি একবার মোবাইল ফোনে ইন্সটল করা হলে তা দিয়ে অভিধান থেকে শুরু করে বিসিএস পরীক্ষার প্রশ্নোত্তর পাওয়াও সম্ভব। এটি ব্যবহার করতে খুব কম খরচ হয়, ফলে যে কেউ এটি ব্যবহার করতে পারবে।
মোবাইল ইন্টারনেটভিত্তিক এ সফটওয়্যার ব্যবস্থা তৈরি করেছেন ওপেনটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কমপিউটার প্রকৌশলী মো. ওয়ালিউল ইসলাম মন্ডল। তবে এ জন্য মোবাইল ফোনে অবশ্যই ওয়াপ সংযোগ এবং সেটটিতে জাভা প্রোগ্রাম ব্যবহারের সুবিধা থাকতে হবে। http://wap.opentechbd.com সাইট থেকে প্রথমে সফটওয়্যারটি নামাতে হবে। বাজারে আসা নতুন প্রায় সব সেটই এমআইডিপি ২.০ সমর্থন করে। ফলে সেগুলোতে এমআইডিপি ২.০ এবং যেসব সেট পুরোনো সেগুলোর ক্ষেত্রে এমআইডিপি ১.০ প্রোগ্রাম নামিয়ে নিতে হবে। এটি মাত্র ৩২ কিলোবাইটের। মোবাইল ফোন ছাড়াও www.opentechbd.com সাইট থেকে সফটওয়্যারটি সংগ্রহ করে ডেটাকেব্লের মাধ্যমে মোবাইলে ঢোকানো যাবে। সফটওয়্যারটি নিজের মতো করে সাজানোর ব্যবস্থাও আছে।
বাংলা-ইংরেজি অভিধান : এর অভিধান থেকে প্রচলিত প্রায় সব শব্দের বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা অর্থ জানা যাবে। বাংলা শব্দ খোঁজার ক্ষেত্রে এতে উচ্চারণভিত্তিক বানান ব্যবহার করা হয়েছে।ইংরেজি শব্দ খোঁজার ক্ষেত্রে বানান কাছাকাছি বা ভুল হলেও শব্দের অর্থ বের করা যাবে এবং সম্পুর্ণ শব্দ না লিখে শব্দের প্রথম অংশ লিখলে ওই রকম সব শব্দের অর্থ চলে আসবে। এর মাধ্যমে কোনো একটি শব্দ খোঁজা হলে ১.৫ কিলোবাইট তথ্য আদান-প্রদান হবে, যার জন্য খরচ হবে সর্বোচ্চ তিন থেকে চার পয়সা।
শব্দভান্ডার
সবাই এখন ইংরেজিতে দক্ষ হতে নিজেদের শব্দভান্ডার বাড়াতে চান। ইনফোসেলের শব্দভান্ডারে প্রয়োজনীয় প্রায় সব ইংরেজি শব্দ অর্থসহ রয়েছে। শব্দগুলোকে সহজ এবং কঠিন−এ দুই ভাগে ভাগ করা আছে। ইংরেজিতে দক্ষতা অনুযায়ী সোজা বা কঠিন অংশ দিয়ে শুরু করতে হবে ইংরেজি শেখার সাধনা। ইংরেজি চর্চাও করা যাবে এখানে পরীক্ষার মাধ্যমে। এ ছাড়া এখানে এনালজি, সিনোনিম (সমার্থক শব্দ), এনটোনিম (বিপরীত শব্দ), এসএটি, জিআরই, জিম্যাট এবং টোফেলের জন্য দরকারি শব্দ শেখা যাবে। নমুনা পরীক্ষাও আছে।প্রতিটি পরীক্ষায় ২০ থেকে ২৫টি প্রশ্ন থাকবে। সাধারণ জ্ঞান: বিসিএস এবং বিভিন্ন চাকরি বা ভর্তি পরীক্ষায় এ ধরনের সাধারণ জ্ঞানের প্রশ্ন আছে। প্রশ্নগুলো বাংলাদেশ ও আন্তর্জাতিক−এ দুই ভাগে ভাগ করা আছে। দৈনন্দিন বিজ্ঞান: এ অংশটিতে রয়েছে এসএসসি, এইচএসসি ও বিসিএস পরীক্ষার্থীদের পদার্থ, রসায়ন (পর্যায় সারণি, সংকেত, প্রতীক, জটিল যৌগ, বিবিধ), উদ্ভিদবিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, বৈজ্ঞানিক নাম, রোগ, চিকিৎসা, আবিষ্ককার ও আবিষ্ককারক, জ্যোতির্বিজ্ঞান, ভুগোল, পরিবেশবিজ্ঞান ইত্যাদি বিষয়ক প্রশ্ন ও উত্তর।সংবাদ শিরোনাম: বিভিন্ন জাতীয় দৈনিকের শিরোনাম এখানে দেখা যাবে। চাকরির খবর: চাকরির খবরে আছে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত চাকরি থেকে বাছাইকৃত চাকরির খবর।