আমরা অনেকেই কম্পিউটারে কাজ করার সময় দ্রুত কাজ করার প্রয়োজন হয়ে পড়ে। নিম্নে উইন্ডোজ কী শর্টকাট পদ্ধতি দেয়া হল-
১. উইন্ডোজ ডি : এর মাধ্যমে চলমান উইন্ডোজে চলমান প্রোগ্রাম মিনিমাইজ করা সম্ভব।
২. উইন্ডোজ ই : এর মাধ্যমে উইন্ডোজ এক্সপ্লোরার ওপেন করা সম্ভব। যদিও এর মাধ্যমে ব্রাউজার নয়, ফাইল ম্যানেজমেন্ট টুলসমূহ ওপেন করা সম্ভব। এটি মাউসের তুলনায় দ্রুত কাজ করতে সক্ষম।
৩. উইন্ডোজ এফ : এটি ব্যবহারের মাধ্যমে উইন্ডোজের সার্চ টুলস অপশন ব্যবহার করার মাধ্যমে সার্চ করা সম্ভব।