অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেডের প্রধান নির্বাহী স্টিভ জবস বিশ্বের সবচেয়ে পাতলা (আল্ট্রা থিন) ল্যাপটপ কম্পিউটার তৈরির কথা ঘোষণা করেছেন। যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোয় ম্যাকওয়ার্ল্ড এক্সপো নামে অ্যাপলের বার্ষিক প্রদর্শনীতে তিনি এই ল্যাপটপ বাজারে ছাড়ার ঘোষণা দেন।‘ম্যাকবুক এয়ার’ নামের সবচেয়ে পাতলা এই ল্যাপটপটির সামনের দিকে সবচেয়ে বেশি মোটা অংশের পুরুত্বও এক ইঞ্চির কম−শুন্য দশমিক ৭৬ ইঞ্চি। স্টিভ জবস একটি খয়েরি রঙের খামের ভেতর থেকে ল্যাপটপটি বের করেন। তিনি বলেন, ‘এটা বিশ্বের সবচেয়ে পাতলা ল্যাপটপ কম্পিউটার। এটি সনি, ডেল ও আসুসের তৈরি ছোট বহনযোগ্য কম্পিউটারগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে বলে আমরা আশা করছি।’ এই কম্পিউটারে রয়েছে ৮০ গিগাবাইটের হার্ডডিস্ক ড্রাইভ। জায়গা বাঁচানোর জন্য এতে কোনো সিডি বা ভিসিডি ড্রাইভ রাখা হয়নি। স্টিভ জবস জানান, আগামী দুই সপ্তাহের মধ্যে কম্পিউটারটি বাজারে ছাড়া হবে। এর দাম রাখা হবে এক হাজার ৭৯৯ ডলার। এর ওজন এক কেজি ৩০০ গ্রাম। অ্যাপল এই ল্যাপটপে ব্যবহূত কোর টু ডুয়ো প্রসেসরের ক্ষুদ্রতম সংস্করণ তৈরির জন্য চিপ নির্মাতা ইন্টেলের সঙ্গে কাজ করেছে। স্টিভ জবস বলেন, ‘আমরা যখন এই ল্যাপটপ তৈরি শুরু করি, তখনো ভাবিনি যে বিশ্বের সবচেয়ে পাতলা ল্যাপটপ হিসেবে এটি আবির্ভুত হবে।