শীর্ষ মাইক্রোপ্রসেসর নির্মাতা ইন্টেল করপোরেশন সম্প্রতি নতুন ধরনের একটি তারহীন ওয়াই-ফাই ব্যবস্থা তৈরি করেছে, যা দিয়ে শহরের কোনো স্থান থেকে ১০ মাইল দুরের কোনো জায়গায় ইন্টারনেট সংযোগ দেওয়া সম্ভব। ফলে কম খরচেই অনেক দুরের কোনো স্থানে ইন্টারনেট সংযোগ দেওয়া যাবে। ইন্টেল এই তারহীন প্রযুক্তির নাম দিয়েছে রুরাল কানেকটিভিটি প্ল্যাটর্ফম (আরসিপি)। আরসিপি নামের এ প্রযুক্তি শহরের বাইরের বিভিন্ন স্থানের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের কম্পিউটারভিত্তিক শিক্ষার ক্ষেত্রে সাহায্য করবে। এর তথ্য আদান-প্রদান ক্ষমতা সেকেন্ডে প্রায় ৬.৫ মেগাবাইট। এ ধরনের সংযোগ প্রত্যন্ত অঞ্চলে ভিডিও সম্মেলন, দুরশিক্ষণ ও টেলিমেডিসিনের জন্য উপযোগী। সাধারণত দেখা যায়, প্রত্যন্ত অঞ্চলগুলোয় ইন্টারনেট সংযোগের জন্য তারহীন বিশেষ গ্রাহকযন্ত্র বসাতে হয়, কিন্তু এ সমস্যা সমাধানে আরসিপি ব্যবহার করা যেতে পারে। আরসিপি ব্যবস্থার মধ্যে প্রসেসর, রেডিও, সফটওয়্যার ও এন্টেনা রয়েছে। ইন্টেল তাদের এ নতুন প্রযুক্তির সফল পরীক্ষা চালিয়েছে ভারত, পানামা ও ভিয়েতনামের প্রত্যন্ত অঞ্চলে। এটি একটি পয়েন্ট টু পয়েন্ট প্রযুক্তি, এর মাধ্যমে দুটি পয়েন্ট বা নোড থাকতে হবে। একটি নোডে তারযুক্ত ইন্টারনেট সংযোগ ও এন্টেনা থাকবে এবং অপর নোডের এন্টেনার মাধ্যমে তথ্য আদান-প্রদান করা হবে। সাধারণত একটি এন্টেনা থেকে আরেকটি এন্টেনার দুরত্ব ৬০ মাইল পর্যন্ত হতে পারে। এ প্রযুক্তিতে সাধারণ মানের এন্টেনা বা রাউটার হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছে, হার্ডওয়্যারের কোনো পরিবর্তন আনা হয়নি। শুধু এর রেডিও-ব্যবস্থা এবং সফটওয়্যারে পরিবর্তন আনা হয়েছে ফলে দামে অনেক সাশ্রয়ী। এর আরও সুবিধা হচ্ছে, এটি চালাতে খুব কম শক্তি খরচ হয়। ইন্টেলের গবেষকদের মতে, এটি ওয়াই-ফাই প্রযুক্তির জন্য একটি নতুন দিগন্ত উন্েনাচন করবে।