নোকিয়া ৬১৩১ হল এ পর্যন্ত বের হওয়া এক মাত্র সম্পূর্ণ ইন্টিগ্রেটেড মোবাইল পেমেন্ট সেলফোন। মোবাইল ফোনের মাধ্যমেই টাকা পয়সা আদান প্রদান শুরু হয়ে গেছে সারা বিশ্বজুড়ে। হয়ত খুব বেশি দিন বাকি নেই স্মার্ট কার্ড বা ক্রেডিট কার্ডের ভূমিকাটি একতরফাভাবে চলে যাবে মোবাইল ফোনের কাছে। আমাদের দেশেও মোবাইল ফোনের মাধ্যমে কেনাকাটা করার জন্য অর্থাৎ টাকা পয়সা লেনদেন করার জন্য আইন হচ্ছে। আর এ জন্য চাই উপযুক্ত মোবাইল সেট। প্রযুক্তিতে এগিয়ে থাকা মোবাইল ফোন নির্মাতা কোম্পানি নোকিয়া এ ভবিষ্যতের চালচিত্র আঁচ করতে পেরেই তৈরি করে ফেলেছে এ সেটটি। এ সেটটির জন্য নতুন একটি রেডিও ফ্রিকোয়েন্সি স্ট্যান্ডার্ডও নির্ধারণ করা হয়েছে। যার নাম দেওয়া হয়েছে ‘নিয়ার ফিল্ড কমিউনিকেটর’ বা এনএফসি।