ডিজিটাল ফটোফ্রেম ব্যবহারকারীদের জন্য সুখবর নিয়ে এসেছে টি-মোবাইল। টি-মোবাইল ব্যবহারকারীরা যেকোন প্রান্ত থেকেই তাদের মোবাইলে ছবি তুলে তা সাথে সাথেই তাদের ফটোফ্রেমে এমএমএস-এর মাধ্যমে প্রেরণ করতে সক্ষম হবে। ফলে ভ্রমণ জনিত কারণে যেসকল ব্যক্তি দীর্ঘদিন ঘরের বাইরে অবস্থান করে তারা তাদের পছন্দের স্থানের অথবা বস্তুর ছবি এমএমএস-এর মাধ্যমে পরিবারের নিকট প্রেরণ করতে সক্ষম হবে। ফলে পরিবারের সদস্যরা তাৎক্ষণিক তাদের ডিজিটাল ফ্রেমে প্রেরিত ছবিসমূহ দেখতে সক্ষম হবে কোনরূপ ইন্টারনেট সংযোগ ব্যতিরেকে। উল্লেখ্য, বর্তমানে জনপ্রিয় সকল প্রতিষ্ঠানের ডিজিটাল ফ্রেমসমূহে মেমোরি কার্ডের মাধ্যমে ছবি ডিজিটাল ফ্রেমে প্রবেশ করাতে হয়। কিন্তু নতুন এই প্রযুক্তির মাধ্যমে সরাসরি যেকোন প্রান্ত হতে মোবাইলে ধারণকৃত ছবি ডিজিটাল ফ্রেমে দেখা সম্ভব হবে। টি-মোবাইল তাদের নতুন প্রযুক্তি সম্পন্ন ডিজিটাল ফ্রেমটির নামকরণ করেছে ক্যামিও। এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বর্তমানের তুলনায় ডিজিটাল ফ্রেম সাধারণ ব্যবহারকারীদের নিকট অধিকমাত্রায় গ্রহণযোগ্যতা অর্জন করতে সক্ষম হবে বলে আশা করা যাচ্ছে। সেই সাথে ইন্টারনেট সংযোগ ব্যতিরেকেই মোবাইল নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে যেকোন প্রান্ত হতে মোবাইলে ধারণকৃত ছবি সরাসরি ডিজিটাল ফ্রেমে পাঠানোর সুবিধা প্রদানের কারণে টি মোবাইল তার জনপ্রিয়তা বৃদ্ধির মাধ্যমে অচিরেই অধিক সংখ্যক মোবাইলের গ্রাহক আকৃষ্ট করতে সক্ষম হবে বলে আশা করা যাচ্ছে। ধারণা করা হচ্ছে ১০০ ইউএস ডলারের বিনিময়ে অচিরেই এই ডিজিটাল ফ্রেমটি বাজারে সহজলভ্য হবে। ফলে স্বল্পমূল্যে এই প্রযুক্তি ব্যবহারকারীরা উপভোগ করতে সক্ষম হবে। উল্লেখ্য, শুধুমাত্র টি-মোবাইল নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে এই সুযোগ লাভ করা যাবে।