ট্যাব শর্টকাট

>> Ctrl+Tab পরবর্তী ট্যাবে যাওয়া
>> Ctrl+Shift+Tab পূর্ববর্তী ট্যাবে যাওয়া
>> Ctrl+1-9 একটি অঙ্ক দিয়ে নির্দিষ্ট ট্যাবে যাওয়া।

মাউস শর্টকাট
>> কোনো ওয়েব পেইজের সংযুক্তিতে মাঝের বোতাম চাপা−নতুন ট্যাবে খুলবে
>> Shift+নিচে স্ক্রল আগের পৃষ্ঠা
>> Shift+ওপরে স্ক্রল পরের পৃষ্ঠা
>> Ctrl+ওপরে স্ক্রল অক্ষর ছোট
>> Ctrl+নিচে স্ক্রল অক্ষর বড় ট্যাবে গিয়ে বামের বোতাম চাপা (ট্যাব বন্ধ করা)
>> মাউসের মধ্যিখানের বোতাম ক্লিক বা স্ক্রল বাটন দিয়ে কোনো সংযুক্তিতে ক্লিক করলে সেটি একটি নতুন ট্যাবে খুলবে।
>> Shift ধরে নিচে স্ক্রল করলে আগের পাতায় যাওয়া যাবে। Shift ধরে ওপরে স্ক্রল করলে পরের পাতায় যাওয়া যাবে।
>> Ctrl- ধরে ওপরে স্ক্রল করলে লেখার আকার কমবে।
>> Ctrl- ধরে নিচে স্ক্রল করলে লেখার আকার বাড়বে। কোনো ট্যাবে মধ্যিখানের বোতামে ক্লিক বা স্ক্রল দিয়ে ক্লিক করলে সেটি বন্ধ হয়ে যাবে।