প্রযুক্তিকে সর্বস্তরে ছড়িয়ে দেয়ার মাধ্যমে প্রাত্যহিক জীবনকে অধিকতর আধুনিকায়নের লক্ষ্য হতেই মাইক্রোসফট কর্পোরেশন এবং হারাহ’স চালু করেছে টাচস্ক্রিন সুবিধা সম্বলিত গেম টেবিল। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অবস্থিত হারাহ’স মালিকানাধীন রিও হোটেলে প্রথমবারের মতো এই সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত টাচস্ক্রিন টেবিল চালু করা হয়েছে। গত ১১ জুন এই সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন টাচস্ক্রিন টেবিল রিও হোটেলে আগত ব্যক্তিদের সেবায় চালু করা হয়। মূলত এই উচ্চ প্রযুক্তি সম্পন্ন টেবিলটির মাধ্যমে যেকোন ব্যক্তি নিজেরা আলাপ আলোচনার পাশাপাশি টেবিলের উপরিভাগে টাচস্ক্রিন সুবিধা ব্যবহারের মাধ্যমে সেই হোটেলে যেকোন ধরনের খাবারের অর্ডার দেওয়া হতে শুরু করে টাচস্ক্রিন গেমসমূহ একে অপরের সাথে খেলতে সক্ষম হবে। সেই সাথে যেকোন ব্যক্তি ইচ্ছা করলে এই টাচস্ক্রিন টেবিলের মাধ্যমে সেই হোটেলের যেকোন সেবা গ্রহণের উদ্দেশ্যে অর্ডার প্রদান করতে পারবে। ৬ রেক্টিংগেল বিশিষ্ট ৩০ ইঞ্চির এই ফ্ল্যাটস্ক্রিন টেবিলটিতে মাইক্রোসফটের সার্ফেস টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এই সর্বাধুনিক প্রযুক্তির টাচস্ক্রিন সুবিধা সম্বলিত এই টেবিলটির মূল্য প্রায় ১০ হাজার ইউএস ডলার বলে মাইক্রোসফটের একজন মুখপাত্র জানান। এই টেবিলে ইউটিউব ভিডিও সমূহ অন্তর্ভূক্ত থাকায় হারাহ’স হোটেলে আগত ব্যক্তিরা তাদের পছন্দনীয় ভিডিও সমূহ দেখতে সক্ষম হবে এবং এই প্রযুক্তি সেবা প্রদানের মাধ্যমে তাদের ব্যবসা বৃদ্ধি পাবে বলে আশা করছে হোটেল কর্তৃপক্ষ। মূলত ক্রেতাদের নিকট নাটকীয় আবহ তৈরি করার মাধ্যমে এবং উচ্চতর সেবা প্রদান করতে হারাহ’স হোটেল এই প্রযুক্তি পণ্য ব্যবহার করছে বলে প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে হারাহ’স হোটেলে দায়িত্বরত টিম স্ট্যানলে জানান।