ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম) করপোরেশন গত মঙ্গলবার নতুন একটি মেইনফ্রেম কম্পিউটার বাজারে ছেড়েছে। এটি আগের মডেলটির চেয়ে কম বিদ্যুৎ খরচ করবে, কিন্তু কাজ করবে ৫০ শতাংশ দ্রুত। সিস্টেম জেড১০ নামের এ মেইনফ্রেম কম্পিউটারের দাম শুরু হয়েছে ১০ লাখ ডলার দিয়ে। বড় বড় প্রতিষ্ঠান ও সরকারি সংস্থাগুলোই এর প্রধান ক্রেতা হবে। ব্যাংকে অর্থের আদান-প্রদান বা আদমশুমারির মতো গুরুত্বপূর্ণ বিপুল পরিমাণ কাজে অর্থ ও সময় বাঁচাবে এ মেইনফ্রেম কম্পিউটার।নতুন এ মেইনফ্রেম কম্পিউটার তৈরিতে আইবিএম প্রায় ১৫০ কোটি ডলার ব্যয় করেছে। এটি তৈরি করতে সময় লেগেছে পাঁচ বছর। বিশ্লেষকেরা বলছেন, ছোট কমদামি কম্পিউটার সার্ভারগুলোর কাছে বড়সড় ও দামি মেইনফ্রেম কম্পিউটার মার খাবে। কিন্তু আইবিএম দাবি করছে, মেইনফ্রেম কম্পিউটার খাতে তাদের লভ্যাংশ দুই বছর ধরে পাঁচ শতাংশ হারে বাড়ছে। কারণ ব্রাজিল, চীন, ভারত ও রাশিয়ার মতো বাজারগুলো আইবিএম ধরতে পারছে।


আইবিএম জানিয়েছে, খরচ কমাতে সচেতন প্রতিষ্ঠানগুলোর কথা ভেবে নতুন মেইনফ্রেম কম্পিউটারে বেশ কিছু প্রযুক্তিগত উন্নয়ন সাধন করা হয়েছে। এক্স৮৬-ভিত্তিক দেড় হাজার সার্ভারের সমকক্ষ একটি জেড১০ মেইনফ্রেম কম্পিউটার। সে হিসাবে এ সার্ভারগুলোর তুলনায় এই মেইনফ্রেম কম্পিউটার রাখতে ৮৫ শতাংশ কম জায়গা লাগবে। বিদ্যুৎ খরচও ৮৫ শতাংশ কম লাগবে।আগের মডেল জেড৯-এ ব্যবহার করা হয়েছিল ৫৪টি প্রসেসর; জেড১০-এ ব্যবহার করা হয়েছে ৬৪টি প্রসেসর। এতে ‘কোয়াড কোর’ চিপ ব্যবহার করা হয়েছে। ফলে অনেক কাজ একসঙ্গে আরও ভালোভাবে করা সম্ভব হবে। আইবিএমের সিস্টেমস অ্যান্ড টেকনোলজি গ্রুপের ভাইস প্রেসিডেন্ট মার্ক অ্যানজানি বলেন, ‘নতুন মেইনফ্রেম কম্পিউটারটি ক্রেতাদের আশা অনুযায়ী অনেক নির্ভরযোগ্য। এ ছাড়া ওয়েবভিত্তিক অ্যাপলিকেশন একটি আগেরটির চেয়ে ভালোভাবে সামলাতে পারবে।’বিশ্লেষকেরা বলছেন, কম দামের সার্ভার নির্মাতাদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে আইবিএম চিপ প্রযুক্তি ও সফটওয়্যারে আরও উন্নয়ন সাধন করার চেষ্টা করছে। কিন্তু আইবিএমের পণ্যের উচ্চমূল্য নতুন ক্রেতা পেতে বাধা হয়ে রয়েছে। তবে আইবিএম জানিয়েছে, উচ্চ ক্ষমতাসম্পন্ন জেড১০-এর দাম ১০ লাখ ডলার রাখা হলেও তাদের অনেক মাঝারি ক্ষমতার মেইনফ্রেম কম্পিউটার রয়েছে, যেগুলোর দাম শুরু হয়েছে এক লাখ ডলার থেকে।