আয়রন ম্যান বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যাকশন নির্ভর হিরো হিসেবে সকলের নিকট পরিচিত। অ্যাকশন গেম প্রিয় ব্যক্তিদের জন্য মে মাসের ২ তারিখে বাজারে আসছে জনপ্রিয় সেই আয়রন ম্যান হিরোর অ্যাকশন নির্ভর গেমস ‘আয়রন ম্যান’। এই গেমটির বৈশিষ্ট্য হচ্ছে এটি গেমারদের অ্যাকশন সমৃদ্ধ গেম উপহার দিতে সক্ষম হবে বলে আশা করছে নির্মাতা প্রতিষ্ঠান সেগা। গেমটিতে আয়রন ম্যান একা সর্বাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে মিলিটারি ট্যাংকস, ফাইটার জেটস, অস্ত্র সজ্জিত ভিলেনদের মোকাবেলা করে থাকবে। গেমাররা গেমটিতে তাদের ইচ্ছানুযায়ী পরিকল্পনার মাধ্যমে আয়রন ম্যান এর অস্ত্র এবং সমর পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে যুদ্ধে নিত্যনতুন কৌশল অবলম্বনের সুযোগ লাভ করতে সক্ষম হবে।