অবজেক্টডক হলো ম্যাক ওএসএক্স এ্যাকুয়ার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস-এর একটি প্রোগ্রাম যা ডক-এর মতোই কাজ করে। স্টারডক নামে কোম্পানিটি এই অবজেক্টডক ডেস্কটপ ফ্রি ডিস্ট্রিবিউট করে থাকে। এটি উইন্ডোজ ২০০০, এক্সপি এবং ভিসতা’র জন্যও পাওয়া যায়। এর মাধ্যমে ব্যবহারকারী যে কোন প্রোগ্রামের শটকার্ট ডক-এ এনে রাখতে পারবে। ম্যাক ওএস এক্স এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমে একই রকমে এটি কাজ করে। এটি ফ্রি এবং পেইড দুই ধরনের ভার্সনে পাওয়া যায়। পেইড ভার্সনে ফিচার একটি বেশি থাকে। প্রোগ্রাম ল্যাংচার বা টাস্কবারের রিপ্লেস হিসেবে এটি ব্যবহার করতে পারেন। ডাউনলোড করা যাবে http://www.stardock.com/products/objectdock