বিশ্বসেরা চীপ নির্মাতা প্রতিষ্ঠান এডভান্সড মাইক্রো ডিভাইসড (এএমডি) প্রথমবারের মতো ফিউশন চীপ তৈরির পদক্ষেপ গ্রহণ করেছে। পরিকল্পনা অনুযায়ী তাদের পরবর্তী ফিউশন ফ্যামেলি প্রসেসরস তৈরির লক্ষ্যেই তারা সম্প্রতি প্রথমবারের মতো ফিউশন চীপ তৈরির ঘোষণা দিয়েছে। বিশ্বে প্রথমবারের মতো ফিউশন চীপ তৈরি করার লক্ষ্যে ইতোমধ্যেই জার্মানির ড্রেসডেন যেখানে এএমডি’র চীপ প্ল্যান্ট অবস্থিত তাকে বেঁছে নেওয়া হয়েছে। সম্প্রতি এএমডি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিকবার্জম্যান জানান, ‘এএমডি’র বর্তমান নির্মিত চীপ ফ্যামিলিতে এর মাধ্যমে নবতর অগ্রগতি সাধিত হবে বলে আশা করা যাচ্ছে।’ ফিউশন চিপসমূহ মূলত প্রসেসর কোর-এর সমন্বয়ে তৈরি হবে। এই চীপের বিশেষত্ব হবে এতে একটি মেমোরি কন্ট্রোলার এবং গ্রাফিক্স কোর থাকবে একটিমাত্র সিলিকনের উপর। বর্তমানে এমএমডি প্রসসর সমূহের একটি চীপ-এর অভ্যন্তরে প্রসেসর কোর এবং মেমোরি কন্ট্রোলার রয়েছে। নতুন এই ফিউশন চীপ তৈরিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হবে গ্রাফিক্স কোর-এর সংযুক্তি। কেননা, এএমডি’র বর্তমান মাইক্রোপ্রসেসর এবং গ্রাফিক্স চীপসমূহ তৈরি হয়েছে ভিন্ন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। পরিকল্পনা অনুযায়ী এএমডি’র এই ফিউশন চীপ তৈরি হবে সিলিকন-অন-ইনসুলেটর যাকে অভিহিত করা হয়ে থাকে এসওআই প্রযুক্তি নামে। বর্তমানে এএমডি’র গ্রাফিক্স চীপ তৈরি করে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফেকচার প্রতিষ্ঠান। পরিকল্পনা অনুযায়ী ব্যবহারকারীদের উদ্দেশ্যে ২০০৯ সালে বাজারে ছাড়তে সক্ষম হবে বলে আশা করছে এএমডি। ফিউশন চীপ অদূর ভবিষ্যতে প্রসেসর কোর্স এর সাথে সংযুক্ত হবার মাধ্যমে বর্তমানের তুলনায় ব্যবহারকারীদের অধিক মাত্রায় দ্রুততার সাথে কাজ করতে সক্ষম করে তুলবে। প্রযুক্তিগত উন্নতর কার্যক্রমের মাধ্যমে বিশ্বের অন্যতম চীপ নির্মাতা প্রতিষ্ঠান এডভান্সড মাইক্রো ভিভাইসেস নিজেদেরকে সবসময় নিত্যনতুন প্রযুক্তি সংশ্লিষ্ট গবেষণায় নিয়োজিত রাখার পাশাপাশি সচেষ্ট থাকে তাদের ব্যবহারকারীদের নতুন প্রযুক্তি ব্যবহারে সক্ষম করে তুলতে। বিশ্বে প্রথমবারের মতো ফিউশন চীপ তৈরির মাধ্যমে তাদের লক্ষ্য অনুযায়ী সফলতা আনতে সক্ষম হলে বিশ্বব্যাপী এএমডি’র ব্যবসায়ীক সমৃদ্ধি এবং ব্যবহারকারীদের নিকট প্রতিষ্ঠানের জনপ্রিয়তা বর্তমানের তুলনায় অধিকতর বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্ট সকলে মনে করছেন।