অনলাইনে পছন্দের সেবা ও ওয়েবসাইট ব্যবহার করতে সবচেয়ে ঝਆি পোহাতে হয় পাসওয়ার্ড নিয়ে। একেক সেবার জন্য একেক পাসওয়ার্ড মনে রাখাটা কষ্টকরই বটে। যেমন−জিমেইলে ঢোকার জন্য এক লগইন নাম ও পাসওয়ার্ড আর ইয়াহু! মেইলের জন্য আরেকটা। শিগগিরই এমন ব্যবস্থা আসবে যে পাসওয়ার্ড নিয়ে আর ঝামেলায় পড়তে হবে না। একটা পাসওয়ার্ড দিয়েই বড় বড় বেশির ভাগ ওয়েসাইটে ঢোকা যাবে বা ওয়েবসেবা পাওয়া যাবে। প্রযুক্তিক্ষেত্রে শীর্ষস্থানীয় কোম্পানি মাইক্রোসফট, আইবিএম, গুগল ও ইয়াহু! এ লক্ষ্যে কাজ করছে ‘ওপেন আইডি ফাউন্ডেশন’-এর সঙ্গে।ফাউন্ডেশন এমন একটি সিস্টেম দাঁড় করাতে চাইছে যাতে একটি আইডি দিয়েই ইন্টারনেট ব্যবহারকারীরা অনলাইনে বিচরণ করতে পারেন, বিভিন্ন সেবা একটি লগইন নাম ও পাসওয়ার্ড দিয়েই পেতে পারেন।বর্তমানে একটি নতুন ওয়েবসেবা পেতে হলে নতুন করে নিবন্ধন করতে হয়। একটি অনলাইন ফরমে অনেক ব্যক্তিগত তথ্য পূরণ করতে হয়। আর নতুন লগইন নাম ও পাসওয়ার্ড ভাবতে হয়। ওপেন আইডির লক্ষ্য নতুন লগইন নাম ও পাসওয়ার্ড তৈরির বাধ্যবাধকতা দুর করা। ফলে ইন্টারনেট ব্যবহারকারীরা একটি লগইন আইডি দিয়েই বেশির ভাগ ওয়েবসাইটে ঢুকতে পারবে। একাধিক আইডি ও পাসওয়ার্ড মনে রাখতে হবে না।ওপেন আইডি ফাউন্ডেশনে মাইক্রোসফট, ইয়াহু!, গুগল, আইবিএম ও ভেরিসাইনের সমর্থন জোগানোয় এ প্রকল্প আরও জোরদার হয়েছে। কারণ এ কোম্পানিগুলোর কোটি কোটি ব্যবহারকারী রয়েছে। তবে কখন ওপেন আইটি প্রক্রিয়া চালু হবে এর সুনির্দিষ্ট ধারণা পাওয়া যায়নি।



