হাইটেকের সাথে উচ্চমার্গীয় শিল্পের সংযোজন সত্যিই অভাবনীয়। আর এরকমই সম্মিলন ঘটেছে গত মে মাসের দ্বিতীয় সপ্তাহে যেখানে একটি রোবট অর্কেস্ট্রায় রোবটের ব্যবহার হয়েছে। অর্কেস্ট্রায় প্রথমবারের মতো রোবট বাদক হিসেবে ব্যবহার চারিদিকেই আলোড়ন তুলেছে। শ্রোতা ও শিল্পীরা সবাই প্রশংসায় উচ্ছ্বসিত। হোডার এএসআইএমও (এডভান্সড স্টেপ ইন ইনাভেশন মবিলিটি) রোবট পুরো সিম্পফোনিটা লিড দেয়।
বেস ট্রম্বোন বাদক রানডাল হ্যায়েস জানান, ‘এটা সত্যিই উত্তেজনাকর হওয়ার মতো ব্যাপার ছিল। সত্যিই আমি উদ্বেলিত। আমি রোবটের কার্যক্রম ও ভঙ্গিমা দেখে খুশী হয়েছি।
যদিও রোবটের এহেন ব্যবহার কখনও মানুষের স্থান দখল করা সম্ভব নয় বলে অভিমত অনেকের। আমরা রোবটের প্রতি ক্রিয়াশীল হলেও এটা কখনই ক্রিয়া হবে না। হোন্ডা এ বছরের শুরুতে ‘পাওযার অফ ড্রীম’ মিউজিক শিক্ষা ফান্ডে এক মিলিয়ন ডলার অনুদান দেয়ার কারণে অবশ্য এই সিমফোনির বিশাল আয়োজন করা হয় আর এতে রোবটকে হোন্ডার কারণে ব্যবহার সম্ভব হয়। হোন্ডার ২৫টির মতো এএসআইএমও রোবট রয়েছে যা কিনা বিশ্বব্যাপী তাদের অ্যাম্বাসেডর হিসেবে ব্যবহৃত হচ্ছে, তারা আশাবাদ ব্যক্ত করে যে ভবিষ্যতে মানুষের কল্যাণে এদের যথেষ্ট ব্যবহার সম্ভব হবে। এদের বাণিজ্যিক ব্যবহারের জন্যও তোড়জোড় চলছে। যদিও এসব রোবট, যতই অর্কেস্ট্রায় ব্যবহৃত হোক না কেন, খুবই খুঁতখুতে ও জটিল প্রকৃতির। টেকনো ও শিল্পের এ সম্মিলন ভবিষ্যতে হয়তোবা ব্যাপক আলোড়ন তুলবে।