যারা এ্যাকশন নির্ভর গেম পছন্দ করেন তাদের জন্য মাস এফেক্ট গেমটি যথার্থ হিসেবে বিবেচিত হতে সক্ষম। মূলত গ্যালাক্সি ভিত্তিক এলিয়ন ভিত্তিক চরিত্রের উপর নির্মিত এই গেমটিতে একজন ব্যক্তি কমান্ডার শেফার্ড-এর ভূমিকায় নিজেকে পরিনত করার মাধ্যমে শ্বাসরুদ্ধকর বিভিন্ন এ্যাকশন নির্ভর অংশে নিজেকে অংশ গ্রহণ করার মাধ্যমে আনন্দ লাভ করতে সক্ষম হতে পারে। এপিক স্টোরি ভিত্তিক এই গেমটির বিভিন্ন চরিত্রের ভিন্নতা এবং সংলাপ গেমটিকে প্লেয়ারদের নিকট উপস্থাপন করতে সক্ষম ভিন্ন আমেজে। সেই সাথে এই গেমটির বিভিন্ন চরিত্রের কমব্যাট এবিলিটিস এর ভিন্নতা এবং এ্যাকশন নির্ভর বিভিন্ন আধুনিক অস্ত্রের মাধ্যমে প্রতিযোগিতায় লিপ্ত হবার মাধ্যমে ভিন্ন এ্যাকশন আমেজ উঠে এসেছে মাস এফেক্ট-এর বিভিন্ন অংশে। সেই সাথে এই গেমটিতে একজন ব্যবহারকারীকে জয়ী হতে হলে অন্তর্ভূক্ত বিভিন্ন অপশন নির্দিষ্ট করার মাধ্যমে নিজের বুদ্ধি ব্যবহার করার কারণে গেমটি খেলে একজন গেমপ্রিয় মানুষ যথেষ্ট আনন্দ পেতে সক্ষম হতে পারেন। উত্তেজনাকর বিভিন্ন এ্যাকশন নির্ভর চরিত্রের সাথে নিজেকে মানিয়ে নিতে হলে বুদ্ধিমত্তার সাথে প্রয়োজন পড়ে সঠিক সময়ে সঠিক অস্ত্রের ব্যবহার এবং কৌশলের। প্রতিটি অপশনে রয়েছে নিজেকে শত্রুদের হাত থেকে রক্ষা করার মাধ্যমে গেমটিতে জয়ী হওয়ার কৌশল এবং সঠিক অস্ত্রের মাধ্যমে শত্রুদের ঘায়েল করার উপায় সমূহ। ফলে এই গেমটি খেলার মাধ্যমে একজন গেমপ্রিয় ব্যক্তি এ্যাকশন নির্ভর শ্বাসরুদ্ধকর গেম খেলার মজা উপভোগ করতে পারবে নিঃসন্দেহে। সদ্য রিলিজ প্রাপ্ত এই গেমটি খেলতে বুদ্ধিমত্তা সহ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের উপর জোর দিয়েছে গেম তৈরিকারক প্রতিষ্ঠান। ফলে প্রতিটি স্টেজেই রোমাঞ্চকর অনুভূতি অর্জনের পাশাপাশি যেকোন গেমপ্রিয় ব্যক্তি অর্জন করতে পারবে এ্যাকশন নির্ভর গেম খেলার পরিপূর্ণ সন্তুষ্টি।