দীর্ঘদিন হতেই ব্যবহারকারী পর্যায়ে কম্পিউটার সংশ্লিষ্ট বিভিন্ন কাজসমূহ সহজতর করার উদ্দেশ্যে বিজ্ঞানীরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল ‘কলম নির্ভর কম্পিউটিং’ প্রযুক্তি আবিষ্কারের। এরই ধারাবাহিকতায় সম্প্রতি অবমুক্ত করা হয়েছে কম্পিউটারে সরাসরি ইমেজ প্রদানে সক্ষম ডিজিটাল কলম। এই ডিজিটাল কলমের বিশেষত্ব হচ্ছে-এর মাধ্যমে একজন ব্যবহারকারী তার প্রাত্যহিক জীবনে যে কোন লেখার প্রয়োজনে এই কলমটি ব্যবহার করলে সেই লেখার প্রকৃত ইমেজসমূহ সরাসরি অবিকৃত অবস্থায় কম্পিউটারে সংরক্ষণ করা সক্ষম হবে। সেই সাথে ভবিষ্যতে কম্পিউটারের কী-বোর্ড-এর বিকল্প হিসেবে এই ডিজিটাল কলমকে ব্যবহার করা সম্ভব হবে বলে আশা করছে বিজ্ঞানীরা। মূলত এই কলমের মাধ্যমে যে সকল তথ্য একজন ব্যক্তি তার প্রাত্যহিক কর্মজীবনে সম্পাদন করবে সে সকল তথ্যসমূহের নতুন করে কম্পিউটারে সংরক্ষণ করার প্রয়োজন হবে না। ফলে তথ্যের নিরাপত্তা এবং সময়েরও সাশ্রয় হবে। সেই সাথে এই ডিজিটাল কলমটির আরও একটি বিশেষত্ব রয়েছে। এই কলমটি টেপরেকর্ডারের কাজ করতে সক্ষম এবং কম্পিউটারে তা ধারণ করতে সক্ষম। সারাবিশ্বজুড়ে অচিরেই এই ডিজিটাল কলম ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হবে বলে আশা করছে সকলেই। তবে এই বিশেষ ডিজিটাল কলমটি ব্যবহার করতে প্রয়োজন হবে ‘দ্য লাইভস্ক্রাইব পালস সফটওয়্যার’ বিশেষায়িত সফটওয়্যারের। বিশেষ ধরনের কালির ব্যবহার এবং ক্যামেরার সংযুক্তি এই ডিজিটাল কলমটিকে বিশেষ ধরনের কাজে দক্ষ করে তুলছে। মূলত ডট সেন্সিং টেকনোলজি ব্যবহারের মাধ্যমে যেকোন ধরনের লেখাই সরাসরি ইমেজ আকারে কম্পিউটারে সংরক্ষণ করে বলে সারাবিশ্বের বিভিন্ন পেশাজীবি বিশেষ করে ছাত্র এবং সাংবাদিকদের নিকট ব্যাপক আস্থা অর্জন করতে সক্ষম হবে বলে নির্মাতা প্রতিষ্ঠান আশা করছে। গত ৫ তারিখে যুক্তরাষ্ট্রে এই ডিজিটাল কলম প্রদর্শন করা হয় এবং এ বছরের শেষ নাগাদ তা বাজারজাত করা হবে বলে জানানো হয়। প্রযুক্তিকে কাজে লাগানোর মাধ্যমে এই ডিজিটাল কলম সত্যিকার অর্থে মানুষের কাজসমূহ সহজতর করে তুলবে।