মুক্ত সফটওয়্যার দর্শনের মুক্ত মডেল ব্যবহার করে, আরও বেশি মানুষকে সম্পৃক্ত করে বিশাল সমস্যা সহজে সমাধান করা সম্ভব। এমনকি ভিনগ্রহে প্রাণের খোঁজ করতেও মুক্ত সফটওয়্যার কাজে লাগানো যায়। বাংলাদেশের আবহাওয়ার তথ্য-উপাত্ত বিশ্লেষণের কাজে বিভিন্ন কম্পিউটারের অলস সময় ব্যবহার করে সঠিক পূর্বাভাসও দেওয়া সম্ভব হতে পারে। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের একটি সম্পুর্ণ তথ্যভান্ডারও (ডেটাবেইস) সবার সহযোগিতায় অল্প কিছুদিনের মধ্যে গড়ে তোলা সম্ভব। শনিবার ঢাকায় ‘বহির্বিশ্বে প্রাণের সন্ধান ও মুক্ত দর্শন’ শীর্ষক এক আলোচনায় এসব মত পাওয়া গেছে। মাসিক আলোচনা সভা হিসেবে এর আয়োজন করে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। আলোচনা সভায় পৃথিবীর বাইরে জীবনের সন্ধান এবং পৃথিবীতে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কম্পিউটারের ব্যবহার ও মুক্ত মডেলের প্রয়োগ নিয়ে দুটি প্রবন্ধ পড়েন ওমর শিহাব ও সাবিলা ইনুন।ওমর শিহাব যুক্তরাষ্ট্রের ‘সেটি অ্যাট হোম’ প্রকল্পের নানা দিক তুলে ধরে জানান, ইন্টারনেট সংযোগসহ একটি কম্পিউটার থাকলে যে কেউ বহির্বিশ্বে জীবনের সন্ধানকাজে যুক্ত হতে পারেন। সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা হাজার হাজার স্বেচ্ছাসেবীর কম্পিউটারের মাধ্যমে পৃথিবীর সবচেয়ে বড় উপাত্তও বিশ্লেষণ করে ফেলা যায়। শুধু উপাত্ত বিশ্লেষণের কাজে নয়, একই মডেল ব্যবহার করা যায় প্রাকৃতিক দুর্যোগ-কবলিত মানুষের ডেটাবেইস গড়ে তোলার কাজেও। শ্রীলঙ্কায় সুনামির পর সারা বিশ্বের মুক্ত দর্শনে বিশ্বাসী স্বেচ্ছাসেবকদের তৈরি করা সাহানা (www.sahana.lk) নামের উন্নুক্ত প্রোগ্রামিং সংকেতভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা সফটওয়্যারটি এখন এ কাজে বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ সফটওয়্যার। এ বিষয়ে তাঁর ইন্দোনেশিয়ার অভিজ্ঞতা বিনিময় করে সাবিলা ইনুন জানান, বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনায় এই সফটওয়্যারের ব্যবহার কেবল যে অর্থের সাশ্রয় করবে, তা নয়; এটি একই সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনায় সাধারণ মানুষের অংশগ্রহণ সম্প্রসারিত ও বিকশিত করবে। আলোচনায় অংশ নিয়ে দেশের জ্যেষ্ঠ জ্যোতির্বিদ ড. এ আর খান তথ্যপ্রযুক্তিতে দক্ষ দেশের তরুণসমাজকে দেশের কাজে লাগানোর জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানান। বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসানের পরিচালনায় এ অনুষ্ঠানে বিজনেস অটোমেশনের জাহিদুল হাসান, বাংলা উইকিপিডিয়ার প্রশাসক বেলায়েত হোসেন, অংকুরের সমন্বয়কারী জামিল আহমেদ প্রমুখ উপস্িথত ছিলেন