বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এডব সিস্টেম এর এপ্লিকেশন সফটওয়্যার হলো এডব এ্যাক্রোবেট। পোর্টেবল ডকুমেন্ট ফরমেট-পিডিএফ ফাইল ফরমেটের এই সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি। এডব এ্যাক্রোবেটের পূর্বের নাম ছিল এ্যাক্রোবেট রিডার। ১৯৯০ সাল থেকে এ্যাক্রোবেট প্রোডাক্ট বাজারজাত শুরু হওয়ার সাথে সাথে এনিভিউ, কমন গ্রাউন্ড, এনভয়, ফোলিও, মাইক্রোসফট রিডার, র্যাপ্লিকা, ওয়ার্ল্ড ভিউ নামক একইরকম সফটওয়্যার বাজারে ছাড়ার ফলে এডব ব্যাপক প্রতিদ্বন্দ্বীতার মুখে পড়ে। এরপরও পিডিএফ জগতে সবচেয়ে জনপ্রিয় এই এডব এ্যাক্রোবেটই। বর্তমানে এর ৮তম ভার্সন বাজারে রয়েছে।